কালকিনি(মাদারীপুর)প্রতিনিধিঃ
মাদারীপুরের কালকিনিতে দুই পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।রোববার (২৬ নভেম্বর) রাতে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, মাদারীপুর-৩ আসনে পুনরায় নৌকার মনোনয়ন পান বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড.আবদুস সোবহান মিয়া গোলাপ। অপরদিকে,সন্ধ্যায় কালকিনি উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে মিটিং করে নৌকার বিপক্ষে এ আসনে নির্বাচনের ঘোষণা দেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি তাহমিনা সিদ্দিকী।পরে তাহমিনা সিদ্দিকীর অনুসারীরা নৌকার বিপক্ষে একটি মিছিল বের করে।
মিছিলে তাহমিনা সিদ্দিকীর অনুসারী বর্তমান সংসদ সদস্য ও নৌকার মনোনীত প্রার্থীকে কটুক্তি করে স্লোগান দেয়।মিছিলটি কালকিনির মাছবাজার এলাকায় পৌছালে নৌকার প্রার্থীকে নিয়ে কটুক্তিমূলক স্লোগানের প্রতিবাদ করে নৌকার সমর্থকরা।
এ নিয়ে দু’পক্ষের কথা কাটাকাটির এক পর্যায়ে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় কেউ আহত হয়নি।তবে এসময় তাহমিনা সিদ্দিকীর অনুসারীরা নৌকার সমর্থকদের বেশ কয়েকটি মোটর সাইকেল ভাংচুর করে।
নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কয়েকজন এলাকাবাসী জানান,”বিগত দিনে কালকিনির মানুষ শান্তিতে ছিল। অনেক বছর কোন মারামারি হয়নি এই এলাকায়।তবে বর্তমানে এক পক্ষ নৌকার বিপক্ষে নির্বাচনের ঘোষণা দেয়ায় কালকিনির শান্ত পরিস্থিতি অশান্ত হয়ে উঠেছে। কিছু স্বার্থান্বেষী মহল তাদের স্বার্থের জন্য সাধারন মানুষের ক্ষতি করতে এসব করছে।আমরা এলাকায় শান্তি চাই।”
কালকিনি পৌর মেয়র এসএম হানিফ বলেন,যারা কালকিনির শান্ত পরিবেশকে অশান্ত করার চেষ্টা করছে,তাদের এসব কর্মকান্ডের তীব্র নিন্দা জানাই।পাশাপাশি নিজেদের স্বার্থের জন্য কেউ যাতে কালকিনির জনগনের কোন ক্ষতি করতে না পারে সেদিকে প্রশাসনের নজরদারীর অনুরোধ করছি।
এদিকে দুই পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনার পরপরই কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা,কালকিনি সহকারী কমিশনার(ভূমি) ও কালকিনি থানার ওসি ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এ ব্যাপারে কালকিনি থানার (ওসি) নাজমুল হাসান জানান,দু’পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়ার খবর পেয়ে দ্রুত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
এই ওয়েবসাইটের সকল স্বত্ব madaripursomoy.com কর্তৃক সংরক্ষিত
Leave a Reply