1. editor@madaripursomoy.com : Madaripur Somoy : Madaripur Somoy
  2. admin@madaripursomoy.com : মাদারীপুরসময় ডটকম : মাদারীপুরসময় ডটকম
  3. news@madaripursomoy.com : Madaripur Somoy : Madaripur Somoy
সপ্তম বারের মতো নৌকার টিকিট পেলেন শাজাহান খান - মাদারীপুরসময় ডটকম
শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪, ০৮:১০ অপরাহ্ন
সর্বশেষ :
কালকিনির শিকারমঙ্গলে মিনি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত কালকিনিতে বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের ‘শহিদী মার্চ’ কর্মসূচি পালন নাইমুরের গুলিবিদ্ধ দেহ পড়ে ছিলো গ্যারেজে, ভালো নেই পরিবার কষ্টার্জিত অর্থ ও স্বর্ণালংকার নিয়ে প্রেমিকের সঙ্গে ঘর ছাড়েন প্রবাসীর স্ত্রী ভূমধ্যসাগরে ডুবে মাদারীপুরের ২ ভাইয়ের মৃত্যু সহিংসতাকারী ও চাঁদাবাজদের বিএনপিতে কোন ঠাঁই নেই – খন্দকার মাশুকুর রহমান বিএনপির নেতাকর্মীদের বন্যার্তদের পাশে দাড়ানোর আহবান জানালেন আনিসুর রহমান খোকন মাদারীপুরে এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২ নিখোঁজের ২৪ ঘণ্টা পর স্কুলছাত্রের লাশ উদ্ধার কালকিনিতে স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সপ্তম বারের মতো নৌকার টিকিট পেলেন শাজাহান খান

  • প্রকাশের সময় : রবিবার, ২৬ নভেম্বর, ২০২৩
madaripursomoy239 1
print news

মাদারীপুর জেলা প্রতিনিধি :

টানা সপ্তম বারের মতো আওয়ামী লীগের নৌকার টিকিট পেলেন শাজাহান খান। তিনি মাদারীপুর-২ আসন থেকে ১৯৯১ সাল থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত নৌকার প্রার্থী। শাজাহান খান বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য এবং সাবেক মন্ত্রী।

এছাড়াও তিনি দীর্ঘ দিন ধরে বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি। এবার নৌকার টিকিট পাওয়ায় আনন্দে ভাসছে তার নির্বাচনী এলাকা। নাম ঘোষণার পরই আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে নেতা-কর্মী ও সমর্থকরা।

শাজাহান খান সর্বপ্রথম ১৯৮৬ সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাদারীপুর-২ আসন থেকে জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হন। একই আসন থেকে পরবর্তীতে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নে তিনি ১৯৯১, ১৯৯৬, ২০০১, ২০০৮, ২০১৪ এবং ২০১৮ সালের নির্বাচনে সংসদ-সদস্য নির্বাচিত হন। তিনি ২০০৯ সালের ৩১ জুলাই নৌ-পরিবহন মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। পরে ২০১৩ সালের নভেম্বর মাসে অন্তর্বর্তীকালীন মন্ত্রীসভায় তাকে নৌপরিবহন এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব দেয়া হয়। ২০১৪ সালের জানুয়ারি মাসে তিনি শুধুমাত্র নৌপরিবহন মন্ত্রীর কার্যভার গ্রহণ করেন।

শাজাহান খান ১৯৫২ সালের ১ জানুয়ারি মাদারীপুরে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম অ্যাডভোকেট মৌলভী আচমত আলী খান এবং মাতা তাজন নেসা বেগম। তার বাবা আচমত ছিলেন একজন রাজনীতিবিদ, শিক্ষাবিদ, সমাজকর্মী এবং জাতীয় সংসদের সদস্য। তিনি ১৯৫৭ সালে মাদারীপুরের নতুন শহর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তার শিক্ষাজীবন শুরু করেন। ১৯৬৬ সালে মাদারীপুরের ইউনাইটেড ইসলামিয়া উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাস করেন। ১৯৬৮ সালে মাদারীপুর নাজিমউদ্দিন কলেজ (বর্তমান মাদারীপুর সরকারি কলেজ) থেকে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে সরকারি নাজিমউদ্দিন কলেজ থেকে স্নাতক ডিগ্রী অর্জন করেন। তার রয়েছে বর্ণাঢ্য রাজনৈতিক জীবন।

শাজাহান খান ১৯৬৪ সালে হামিদুর রহমান শিক্ষা কমিশনের বিরুদ্ধে আন্দোলনে যোগদান করার মাধ্যমে ছাত্র রাজনীতি শুরু করেন। ছাত্র রাজনীতিতে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে অনুপ্রাণিত। তিনি ১৯৬৬-৬৭ এবং ১৯৬৭-৬৮ সালে মাদারীপুর উপবিভাগের ছাত্রলীগের নির্বাচিত সাধারণ সম্পাদক ছিলেন। এছাড়াও তিনি নাজিমউদ্দিন কলেজের সাধারণ সম্পাদক এবং সহসভাপতি ছিলেন। শাজাহান খান একজন মুক্তিযোদ্ধা, তিনি ১৯৭১ সালে যুদ্ধের সময় প্রথমে মুক্তিবাহিনী এবং পরে মুজিব বাহিনীর সদস্য ছিলেন। তিনি ভারতের দেরাদূনে মিলিটারি ট্রেনিং নেন।

শাজাহান খান ব্যক্তিগত জীবনে বিবাহিত এবং তার দুই ছেলে এবং এক কন্যা সন্তান রয়েছে। তার জ্যেষ্ঠপুত্র, আসিবুর রহমান খান আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য এবং তার একমাত্র মেয়ে ঐশী খান টাঙ্গাইল-২ আসনের আওয়ামী লীগের দলীয় সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন।

এ ব্যাপারে জেলা আওয়ামী লীগের সহসভাপতি সৈয়দ আবুল বাশার বলেন, ‘শাজাহান খান আপাদমস্তক একজন রাজনীতিবিদ। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সকল কার্য পরিচালনা করে থাকেন। এবারও তাকে মাদারীপুর-২ আসন থেকে মনোনয়ন দেয়ায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব madaripursomoy.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By Shakil IT Park

এই ওয়েবসাইটের সকল স্বত্ব madaripursomoy.com কর্তৃক সংরক্ষিত