1. editor@madaripursomoy.com : Madaripur Somoy : Madaripur Somoy
  2. admin@madaripursomoy.com : মাদারীপুরসময় ডটকম : মাদারীপুরসময় ডটকম
  3. news@madaripursomoy.com : Madaripur Somoy : Madaripur Somoy
শনিবার, ১৮ মে ২০২৪, ০৫:৫০ অপরাহ্ন
সর্বশেষ :
জনগনের ভালবাসায় এগিয়ে ফুটবল প্রতীকের প্রার্থী চায়না খানম প্রচার-প্রচারণা ও জনজরিপে এগিয়ে ভাইস চেয়ারম্যান প্রার্থী শহিদুল ইসলাম কালকিনি উপজেলা নির্বাচনে প্রচার প্রচারনায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা প্রশাসনের উদ্যোগে কালেক্টরেট দিবস উপলক্ষে ছাতা ও পানির পট বিতরণ আওয়ামী লীগ বহিঃবিশ্বের শক্তি দিয়ে রাজনীতি করেনা – ড.আবদুস সোবহান গোলাপ কালকিনিতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে তিনজনের কারাদন্ড কালকিনিতে ইমাম মুয়াজ্জিনদের নিয়ে সর্বজনীন পেনশন স্কিম সংক্রান্ত উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত কালকিনিতে বজ্রপাতে নিহতের পরিবারকে প্রশাসনের পক্ষ হতে আর্থিক সহায়তা প্রদান কালকিনিতে বজ্রপাতে বাক প্রতিবন্ধীর মৃত্যু মাদারীপুরে ট্রাকের চাপায় ইজিবাইকের ২ যাত্রী নিহত,আহত-৩

শরীরে পেট্রোল ঢেলে স্কুলছাত্রীকে হত্যাচেষ্টা, গ্রেপ্তার ২

  • প্রকাশের সময় : সোমবার, ২০ নভেম্বর, ২০২৩
  • ১৯১ বার পঠিত

রাজৈর (মাদারীপুর) প্রতিনিধি :

মাদারীপুরের রাজৈরে প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় নবম শ্রেণির এক ছাত্রীর শরীরে পেট্রোল ঢেলে হত্যাচেষ্টা মামলায় তার দুই সহপাঠীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (১৯ নভেম্বর) রাতে উপজেলার কদমবাড়ি ইউনিয়নের বড়খোলা গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ ঘটনার পর থেকে আতংকে রয়েছে ওই গ্রামের স্কুল পড়ুয়া কিশোরীরা।

গ্রেপ্তারকৃতরা হলো- বড়খোলা গ্রামের কংকর রায়ের ছেলে দিগন্ত রায়(১৫) ও একই গ্রামের প্রহল্লাদ বিশ্বাসের ছেলে জয় বিশ্বাস(১৫)। তারা দুজনই আড়ুয়াকান্দি নটাখোলা বড়খোলা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।

পুলিশ, এলাকাবাসী ও স্বজনরা জানায়, বেশ কিছুদিন ধরে নবম শ্রেণির ওই ছাত্রীকে আলাদাভাবে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল একই শ্রেণির দুই সহপাঠী দিগন্ত ও জয়। এতে সাড়া না দেওয়ায় ক্ষিপ্ত হয় তারা। রোববার (২০ নভেম্বর) সকালে ওই ছাত্রী তার ভাইয়ের সঙ্গে হেঁটে বিদ্যালয়ে যাওয়ার সময় তাদের মারধর করে দিগন্ত ও জয়সহ তাদের সহযোগীরা। একপর্যায়ে তাদের সঙ্গে থাকা পেট্রোল ওই ছাত্রীর গায়ে ঢেলে হত্যাচেষ্টা চালায়। এসময় ভাইবোনের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে তারা পালিয়ে যায়। পরে আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এ ঘটনায় রোববার রাতে ভুক্তভোগীর পিতা বাদি হয়ে দুজনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরো ২/৩ জনকে আসামি করে রাজৈর থানায় একটি মামলা দায়ের করেন।

আড়ুয়াকান্দি নটাখোলা বদখোলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন ঠাকুর বলেন, বিষয়টিকে ছোট করে দেখার সুযোগ নেই। অল্পের জন্য মেয়েটি বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে বেঁচে গেছে। আমরা সবাই এর সুষ্ঠু বিচার চাই।

রাজৈর থানার ওসি মো. আলমগীর হোসেন জানান, প্রধান অভিযুক্ত দুইজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। তাদেরকে আজ (সোমবার) সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এ জাতীয় আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব madaripursomoy.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By Shakil IT Park

এই ওয়েবসাইটের সকল স্বত্ব madaripursomoy.com কর্তৃক সংরক্ষিত