রকিবুজ্জামান, নিজস্ব প্রতিবেদকঃ
মাদারীপুরের কালকিনিতে বিএনপির হরতাল, নাশকতা, নৈরাজ্য ও আগুন সন্ত্রাসের বিরুদ্ধে মিছিল করেছে উপজেলা তাঁতীলীগ, মৎস্যজীবী লীগ, বঙ্গবন্ধু সৈনিক লীগের নেতাকর্মীরা।
শনিবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় এ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি উপজেলার হাসপাতাল গেট থেকে শুরু হয়ে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়।
এসময় উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা তাঁতীলীগের সভাপতি মনিরুজ্জামান সরদার,সাধারণ সম্পাদক রেজাউল ফরাজী,সহ সভাপতি আব্দুর রহিম, যুগ্ম সাধারন সম্পাদক সৈয়দ মাসুদ রানা, উপজেলা মৎস্যজীবী লীগের সাধারন সম্পাদক কাদের প্যাদা, উপজেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সাধারন সম্পাদক দিদার মোল্লা, পৌর যুবলীগের সহ সভাপতি শাহআলম ফকির সহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
মিছিল শেষে বক্তারা বলেন, বিএনপি-জামায়াত অবৈধ হরতাল-অবরোধের নামে নাশকতা করছে।তাই এদের অগ্নি সন্ত্রাস ও নৈরাজ্য শক্ত হাতে প্রতিহত করা হবে।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে আসন্ন নির্বাচনকে সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সকল নেতাকর্মীদের এক হয়ে নৌকার পক্ষে কাজ করারও আহবান জানান বক্তারা।
এই ওয়েবসাইটের সকল স্বত্ব madaripursomoy.com কর্তৃক সংরক্ষিত
Leave a Reply