নাজমুল হোসেন লাবলু, নিজস্ব প্রতিনিধি :
ঘুর্ণিঝড় ‘মিধিলি’র প্রভাবে ভোর থেকেই গুঁড়িগুঁড়ি বৃষ্টি পড়ছে। আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে। বৃষ্টির সাথে থেমে থেমে হালকা বাতাস বইছে। ভোর থেকে বৃষ্টির ফলে মানুষের স্বাভাবিক কাজকর্ম ব্যহত হচ্ছে। বৃষ্টির পানি বেশ ঠান্ডা থাকায় অনেকেই ঘরবন্দী রয়েছেন বলে জানা গেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে,’গভীর সমুদ্রে সৃষ্ট নিম্নচাপটি ঘুর্নিঝড়ে পরিণত হচ্ছে। শুক্রবার দুপুর নাগাদ ঘুর্নিঝড়টি উপকূলে আঘাত হানার শঙ্কা রয়েছে। উপকূলের সাতক্ষীরা, বাগেরহাট, খুলনা, পিরোজপুর, পটুয়াখালী, ভোলা, বরগুনা, লক্ষ্মীপুর, নোয়াখালী, ফেনী ও চট্টগ্রাম জেলাগুলোতে আঘাত হানতে পারে বলে আবহাওয়া অফিস জানিয়েছে। এদিকে এর প্রভাবেই ভোর থেকে বৃষ্টি পড়ছে শিবচর উপজেলাজুড়ে। বেলা বাড়ার সাথে সাথে বৃষ্টির মাত্রাও বাড়ছে একই সাথে বাতাসের বেগও একটু একটু করে বৃদ্ধি পাচ্ছে।
বৃষ্টির কারণে সকাল থেকেই উপজেলার বিভিন্ন এলাকার হাট-বাজার প্রায় ফাঁকা রয়েছে। সড়কে ছোট যানবাহনের সংখ্যাও কম বলে জানা গেছে। বিপাকে পড়েছে খেটে খাওয়া মানুষেরা।
ঘুর্ণিঝড়ের প্রভাবে বৃষ্টি এবং বাতাসের বেগ বৃদ্ধি পেলে উপজেলার বিভিন্ন এলাকার ফসলের ক্ষেতে ধানসহ নানা ফসলের ক্ষতির আশঙ্কা করছেন কৃষকেরাও।
শুক্রবার (১৭ নভেম্বর) বেলা ১টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত বৃষ্টির মাত্রা বেড়েছে। সাথে বাতাসও বইছে।
এই ওয়েবসাইটের সকল স্বত্ব madaripursomoy.com কর্তৃক সংরক্ষিত
Leave a Reply