মাদারীপুর জেলা প্রতিনিধি :
তফসিল বাতিল ও বিএনপির ডাকা অবরোধ সফল করার লক্ষে মাদারীপুরে পৃথক বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও মহিলা দল।
বৃহস্পতিবার জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নজরুল ইসলাম লিটুর নেতৃত্বে বিক্ষোভ সমাবেশ। উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা কৃষকদলের আহ্বায়ক অ্যাডভোকেট ওলিউর রহমান দর্জি, জেলা যুবদলের সদস্য সচিব মনিরুজ্জামান ফুকু।
এদিকে একই দাবিতে শহরের পুরানবাজার এলাকায় মহিলা দলের সাধারণ সম্পাদক মুনমুন আক্তারের নেতৃত্ব মাদারীপুরে অবরোধ কর্মসূচি পালন করা হয়েছে। এই অবরোধ কর্মসূচিতে উপস্থিত ছিলেন সহ সভাপতি বুলি আক্তার, যুগ্ম সাধারণ সম্পাদক তাহমিনা খান, সদস্য লিপি আক্তার, বিথী আক্তার, মাকসুদা বেগম, ঋনা আক্তার, পলি প্রমুখ। এ সময় তারা তফসিল বাতিল দাবি করেন।
এই ওয়েবসাইটের সকল স্বত্ব madaripursomoy.com কর্তৃক সংরক্ষিত
Leave a Reply