মাদারীপুর জেলা প্রতিনিধি :
রাজস্ব লক্ষ্য মাত্রা অর্জনে মাদারীপুর কাস্টমস এক্সাইজ ও ভ্যাট বিভাগ সুনামের সাথে ব্যাপক সাফল্য অর্জন করেছে । অতীতের দুর্নাম থেকে বেরিয়ে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি রাজস্ব আদায় এবং অনিয়ম-দুর্নীতি থেকে মুক্ত হয়ে মাত্র আট মাসে মানুষের আস্থার প্রতীক হয়ে দাঁড়িয়েছে অফিসটি। ঘুষ, অনিয়ম ও দুর্নীতি ছাড়াই জেলার মানুষ সহজেই ভ্যাট অফিস থেকে এখন সেবা পেয়ে যাচ্ছে।
জানা গেছে, মাদারীপুরে ২০১২ সালে ভ্যাট ডিভিশন বিভাগের যাত্রা শুরু হয়। এরপর থেকে এতটা সুনাম অর্জন করতে না পারলেও সেবাদান কার্যক্রম চালিয়ে গেছে। বর্তমান কর্মকর্তারা আসার পূর্বে এ দপ্তরের সুনাম কিছুটা ক্ষুন্ন হলেও মোঃ আব্দুল হাই হাওলাদার যোগদানের পর থেকেই ভ্যাট অফিসের চিত্র পাল্টাতে শুরু করে। রাজস্ব কর্মকর্তা মোঃ আব্দুল হাই হাওলাদারের ঐকান্তিক প্রচেষ্টা ও আন্তরিকতায় সুনামের সাথে এখন সেবা দিয়ে যাচ্ছে মাদারীপুর ভ্যাট বিভাগ। রাজস্ব লক্ষ্য মাত্রা অর্জনে কাস্টমস এক্সাইজ ও ভ্যাট বিভাগ মাদারীপুর আরো এক ধাপ এগিয়েছে। অক্টোবর ২৩ মাসের রাজস্ব লক্ষ্যমাত্রা ধার্য ছিল ৪ কোটি ৮৫ লক্ষ টাকা। যার বিপরীতে আদায় হয়েছে ৫ কোটি ৩০ লক্ষ টাকা। যাহা গত বছর একই সময়ের তুলনায় ১ কোটি ৩৬ লক্ষ টাকা বেশি আদায়। প্রবৃদ্ধির দিক থেকে শতকরা হার ৩৫%। চলতি বছরে অক্টোবর ২৩ মাস পর্যন্ত লক্ষ্যমাত্রা ছিল ১৭ কোটি ৪০ লক্ষ টাকা। যার বিপরীতে আদায় হয়েছে ১৯ কোটি ১৭ লক্ষ টাকা। অর্থাৎ এই ক্ষেত্রে লক্ষ্যমাত্রা অপেক্ষাও এক কোটি ৭৭ লক্ষ টাকা বেশি আদায় হয়েছে। রাজস্ব আদায়ের মাধ্যমে দেশের অর্থনৈতিক কাঠামো আরো সমৃদ্ধ করার লক্ষ্যে আগামীতে আমাদের এ প্রচেষ্টা অব্যাহত থাকবে।
জাকির হাওলাদার নামে এক সেবা গ্রহীতা বলেন, মাদারীপুরের ভ্যাট অফিস পূর্বের মত এখন নেই। কোন প্রকার ঘুষ বা হয়রানি ছাড়াই আমরা ভ্যাট দিয়ে যাচ্ছি।
মাদারীপুর রাজস্ব কর্মকর্ত মোঃ আব্দুল হাই হাওলাদার রাজস্ব কর্মকর্তা বলেন, আমি মার্চ মাসে মাদারীপুরে যোগদান করেছি। আমার যোগদানের পূর্বে অফিসের ভাবমূর্তি কিছুটা ক্ষুন্ন ছিল। আমি যোগদানের পর থেকেই ভ্যাট অফিসের চিত্র পাল্টাতে শুরু করে। আমি অফিসের অন্যান্য স্টাফদের সাথে নিয়ে পিছনের দুর্নাম মুছে ফেলার জন্য আপ্রাণ কাজ করি। এখন এ অফিসে কোন ধরনের ঘুষ বা আর্থিক লেনদেন ছাড়াই মানুষকে সেবা দিয়ে যাচ্ছি। এর প্রেক্ষিতে কাস্টমস এক্সসাইজ ও ভ্যাট বিভাগ মাদারীপুর লক্ষ্যমাত্রা অপেক্ষাও এক কোটি ৭৭ লক্ষ টাকা বেশি রাজস্ব আদায় করেছে। রাজস্ব আদায়ের মাধ্যমে দেশের অর্থনৈতিক কাঠামো আরো সমৃদ্ধ করার লক্ষ্যে আগামীতে আমাদের এ প্রচেষ্টা অব্যাহত থাকবে।
সদ্যযোগদানকৃত ডেপুটি কমিশনার মো. আবুল কালাম আজাদ বলেন, মাদারীপুর কাস্টমস এক্সাইজ ও ভ্যাট বিভাগ বর্তমানে যে সুনাম অর্জন করেছে তা আগামীতে অব্যহত থাকবে। এই অফিস থেকে মানুষ যাতে কোন প্রকার হয়রানির শিকার না হয় সে দিকে আমার লক্ষ্য থাকবে এবং আগামীতে সেবা গ্রহীতারা আরো নির্বিঘেœ বেশি সেবা পেতে পারে সে চেষ্টা চলমান থাকবে।
এই ওয়েবসাইটের সকল স্বত্ব madaripursomoy.com কর্তৃক সংরক্ষিত
Leave a Reply