রকিবুজ্জামান, নিজস্ব প্রতিবেদক :
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের ব্যাপক উন্নয়ন যারা অস্বীকার করে, তারা বিএনপি-জামাতের সূরে কথা বলছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক, মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ড. আবদুস সোবহান গোলাপ।
বুধবার (১৫ নভেম্বর) বিকেলে মাদারীপুরের কালকিনি পৌর ২ নং ওয়ার্ড আওয়ামীলীগের নেতাকর্মীদের সাথে মতবিনিময়কালে তিনি একথা বলেন।
এসময় তিনি আরো বলেন, আওয়ামীলীগের ভিতরে থেকে যারা নৌকার বিরুদ্ধে কাজ করছেন, তারা দলের ভোট নষ্ট করছেন, নৌকার ভোট নষ্ট করছেন।
আগামী জাতীয় নির্বাচনে নৌকাকে বিজয়ী করতে এসব অপপ্রচারকারীদের ব্যাপারে সকলকে সজাগ থাকার আহবান জানান ড.আবদুস সোবহান গোলাপ।
দলের নেতাকর্মীদের বিরুদ্ধে সমালোচনা না করে আওয়ামীলীগ সরকারের উন্নয়ন জনগনের মাঝে প্রচার করার মাধ্যমে নৌকার ভোট সংগ্রহ করে আবারো জননেত্রী শেখ হাসিনাকে পঞ্চম বারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত করার আহবানও জানান এমপি গোলাপ।
এসময় উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি বাবু ভবতোষ দত্ত,সিরাজুল আলম মৃধা, যুগ্ম সাধারন সম্পাদক মোঃ লোকমান হোসেন সরদার, কালকিনি পৌর মেয়র এস এম হানিফ, জেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট আবদুল্লাহ আল মামুন, পৌর আওয়ামীলীগের সভাপতি এ্যাডভোকেট আবুল বাসার, উপজেলা যুবলীগের সভাপতি মনিরুজ্জামান হাওলাদার, সিডিখান ইউপি চেয়ারম্যান মোঃ চানমিয়া শিকদার, কালকিনি পৌর কাউন্সিলর বৃন্দ, বিভিন্ন ওয়ার্ডের সভাপতি সাধারন সম্পাদক সহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মী এবং সর্বস্তরের জনগন।
এই ওয়েবসাইটের সকল স্বত্ব madaripursomoy.com কর্তৃক সংরক্ষিত
Leave a Reply