রাজৈর (মাদারীপুর) প্রতিনিধি :
মাদারীপুরের রাজৈরে ৩টি মৎস্য ও পশু খাদ্য ব্যবসায়ী, ২টি ঔষধের দোকান ও ৩টি মোটরসাইকেল মালিককে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার টেকেরহাট বন্দরের পাঁচতলার মোড় এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উপমা ফারিসা।
এসময় মৎস্য ও পশু খাদ্য আইনে অপরাধ অনুযায়ী উজ্জ্বল খানকে দুই হাজার, মো. ইউসুফ বেপারিকে ৭ হাজার, ইমরান আকনকে দুই হাজার, মেয়াদ উত্তির্ন ঔষধ ও লাইসেন্সের মেয়াদ না থাকায় এনামুল হককে দুই হাজার ও মন কুন্ডুকে দুই হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া মোটরসাইকেলের কাগজপত্রসহ হেলমেট না থাকায় রাকিব সরদারকে দুই হাজার, শিফাত খানকে এক হাজার ও তামিম হাওলাদারকে দুই হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা উপমা ফারিসা বলেন, আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।
এই ওয়েবসাইটের সকল স্বত্ব madaripursomoy.com কর্তৃক সংরক্ষিত
Leave a Reply