শিবচর (মাদারীপুর) প্রতিনিধি :
অন্যত্র বদলি জনিত কারণে শিবচর হাইওয়ে থানার সাব-ইন্সপেক্টর মোঃ আব্দুল্লাহেল বাকীকে বিদায় সংবর্ধনা ও স্মৃতি স্মারক প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (১৪ নভেম্বর) সকালে শিবচর হাইওয়ে থানার কার্যালয়ে অন্যত্র বদলি হওয়া সাব-ইন্সপেক্টর মোঃ আব্দুল্লাহেল বাকীকে বিদায় সংবর্ধনা ও স্মৃতি স্মারক প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শাকিল আহম্মেদ, সদ্য যোগদানকৃত সাব-ইন্সপেক্টর সহ থানার বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্য বৃন্দ।
অনুষ্ঠানে কথা বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন মোঃ আব্দুল্লাহেল বাকী। এ সময় পুলিশের একাধিক কর্মকর্তাও আবেগপ্রবণ হয়ে পড়েন।
উল্লেখ্য, সাব-ইন্সপেক্টর মোঃ আব্দুল্লাহেল বাকী শিবচর হাইওয়ে থানায় গত ২৬শে এপ্রিল ২০২২ইং তারিখে যোগদান করে প্রায় ২০ মাস কর্মরত ছিলেন। তিনি অত্র থানায় কর্মরত থাকা কালে ইমাদ পরিবহন এর মর্মান্তিক দুর্ঘটনার মামলা সহ অনেক মামলার তদন্ত করেন। মোঃ আব্দুল্লাহেল বাকীকে পুলিশ সুপার হাইওয়ে পুলিশ মাদারীপুর রিজিয়ন, ফরিদপুর কর্তৃক ২৪শে অক্টোবর ২০২৩ ইং তারিখে শিবচর হাইওয়ে থানা হইতে ভাঙ্গা হাইওয়ে থানায় জনস্বার্থে বদলী করা হয়। তিনি শুক্রবার (১০ নভেম্বর) ভাঙ্গা হাইওয়ে থানায় যোগদান করেন।
এই ওয়েবসাইটের সকল স্বত্ব madaripursomoy.com কর্তৃক সংরক্ষিত
Leave a Reply