ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিবচর উপজেলার শিক্ষার্থীদের সংগঠন ঢাবিস্থ শিবচর উপজেলা ছাত্রকল্যাণ সংস্থা (ময়নাকাটা)-র নতুন কমিটি গঠন করা হয়েছে।
রবিবার বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় শিক্ষার্থীদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে নতুন কমিটি গঠিত হয়। এতে সভাপতি পদে মো. আরিফ হোসেন ও সাধারণ সম্পাদক পদে আয়শা সিদ্দিকা রূপা নির্বাচিত হন। তারা উভয়ই মাস্টার্সের শিক্ষার্থী। মো. আরিফ হোসেন নৃজ্ঞান বিভাগের ও সলিমুল্লাহ মুসলিম হলের আবাসিক শিক্ষার্থী। তার বাড়ি শিবচর উপজেলার মাদবরচর ইউনিয়ন। আয়শা সিদ্দিকা রূপা ফার্সি ভাষা ও সাহিত্য বিভাগের ও রোকেয়া হলের আবাসিক শিক্ষার্থী এবং রোকেয়া হল ছাত্রলীগের সহ-সভাপতি। তার বাড়ি শিবচর পৌরসভার ১০ নং ওয়ার্ডে।
সভাপতি নির্বাচিত হওয়ার পর আরিফ হোসেন বলেন, পদ্মা সেতু নির্মাণের পর শিবচর এখন বাংলাদেশের অন্যতম উন্নত এলাকায় পরিণত হয়েছে। শিবচরে বিভিন্ন উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে। শিবচরে অপার সম্ভাবনার সৃষ্টি হয়েছে। এ সম্ভাবনাকে কাজে লাগাতে শিবচর উপজেলার শিক্ষার্থীদের উচ্চ শিক্ষা গ্রহণে আরও আগ্রহী হতে হবে। শিবচর উপজেলা থেকে আরও বেশি সংখ্যক শিক্ষার্থী যেনো ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পায় আমরা সে লক্ষ্যে কাজ করব, সচেতনতামূলক, মোটিভেশনাল সেমিনার, শিবচর উপজেলার শিক্ষার্থীদের দিক নির্দেশনা ও সার্বিক বিষয়ে আমরা সকলে মিলে সর্বোচ্চ সহযোগিতা করব।
সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ার পর আয়শা সিদ্দিকা রূপা তার শুভেচ্ছা বক্তব্যে বলেন, দেশ বর্তমানে স্মার্ট বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছে, আসন্ন চতুর্থ শিল্প বিপ্লব মোকাবেলায় শিবচর উপজেলার শিক্ষার্থীদের উচ্চ শিক্ষা গ্রহণে ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেনো তারা পড়াশোনার মাধ্যমে দেশের সেবা করতে পারে, সে লক্ষ্যে শিবচর উপজেলার শিক্ষার্থীদের নিয়ে আমরা কাজ করব। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিবচর উপজেলার শিক্ষার্থীরা এক পরিবার হয়ে থাকব।
নির্বাচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়স্থ শিবচর উপজেলা ছাত্রকল্যাণ সংস্থা (ময়নাকাটা)-র সদ্য বিদায়ী সভাপতি সজিব মিয়া ও সাধারণ সম্পাদক মো. রুহুল আমিন সহ অন্যান্য শিক্ষার্থীরা। নতুন সভাপতি ও সাধারণ সম্পাদককের প্রতি শুভ কামনা জানান সদ্য বিদায়ী সভাপতি সজিব মিয়া ও সাধারণ সম্পাদক মো. রুহুল আমিন।
এই ওয়েবসাইটের সকল স্বত্ব madaripursomoy.com কর্তৃক সংরক্ষিত
Leave a Reply