রাজৈর (মাদারীপুর) প্রতিনিধি :
বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি শাজাহান খান এমপি বলেন, বিএনপি প্রতিদিন গাড়ি পুড়িয়ে অবরোধ করছে। কিন্তু রেল, লঞ্চ, গাড়ি কোথাও কোন অবরোধ হচ্ছে না। এ পর্যন্ত তারা শতাধিক গাড়ি পুড়িয়েছে। এই বিএনপি, জামাত, রাজাকার, আলবদরেরা বাংলাদেশকে ধ্বংস করার জন্য উঠেপড়ে লেগেছে।
রোববার (১২ নভেম্বর) বিকেলে মাদারীপুরের রাজৈর উপজেলা যুবলীগ আয়োজিত বিএনপি-জামাতের অগ্নি সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
শাজাহান খান আরও বলেন, শেখ হাসিনা ছাড়া এ দেশকে উন্নয়ন করার মতো দ্বিতীয় কোন ব্যক্তি নাই। সেটা এখন সারাবিশ্ব স্বীকার করছে। এ দেশের জিডিপি চিন, ভিয়েতনাম ও ইন্দোনেশিয়ার চেয়ে অনেক ভালো, সুতরাং আমাদের অর্থনৈতিক অবস্থাও অনেক ভালো। ইতোমধ্যে জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে চলে আসছে। আমরা কঠোর ভাবে ব্যবস্থা গ্রহণ করেছি।
এ সমাবেশে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম শাহীন চৌধুরী, উপজেলা আ.লীগের আহবায়ক শাহাবুদ্দিন শাহা, যুগ্ম-আহবায়ক আ.ফ.ম ফুয়াদ, ফরিদা হাসান পল্লবী, কেন্দ্রীয় যুবলীগ সদস্য আসিবুর রহমান খান, জেলা আ.লীগ সদস্য শিবু খান, উপজেলা যুবলীগের আহবায়ক রেদওয়ানুল হক রেজন ও যুগ্ম-আহবায়ক ইমরুল হাসান খালিদ সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী প্রমুখ।
এই ওয়েবসাইটের সকল স্বত্ব madaripursomoy.com কর্তৃক সংরক্ষিত
Leave a Reply