এস এম আরাফাত হাসান, নিজস্ব প্রতিনিধি :
মাদারীপুরে পালন করা হয়েছে বাংলাদেশ যুবলীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী। রবিবার সকালে শহরের শকুনি লেক পাড় মুক্তমঞ্চ থেকে মাদারীপুর জেলা যুবলীগের উদৌগে একটি বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালীটি গুরুত্বপূর্ণ কয়েকটি সড়ক প্রদক্ষিণ শেষে মাদারীপুর জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে শেষ হয়। মাদারীপুর জেলা যুবলীগের সভাপতি মোঃ আতাহার সরদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাইফুর রহমান রুবেল খানের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন মাদারীপুর জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক বাবু কাজল কৃষ্ণ দে। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগ সহসভাপতি আজাদ মুন্সি, যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোঃ খালিদ হোসেন ইয়াদ, সাংগঠনিক সম্পাদক পাভেলুর রহমান শফিক খান।
এসময়ে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা যুবলীগের সহসভাপতি মাসুদুর রহমান মাসুদ,রিপন কাজী যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য নাইম খান,সাংগঠনিক সম্পাদক সোহাগ হাওলাদার, নজরুল ইসলাম মনির, দপ্তর সম্পাদক আবু সাইদ রাজু, প্রচার সম্পাদক আব্বাস উদ্দীন সহ আওয়ামীলীগ, যুবলীগ, সেচ্ছাসেবক লীগ,ছাত্রলীগ প্রমুখ।
উপস্থিত বক্তারা বিএনপি জামায়াতের নৈরাজ্য, আগুন সন্ত্রাস ও অবৈধ হরতাল ও অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ করেছে।
উল্লেখ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে এবং শেখ ফজলুল হক মনির নেতৃত্বে ১৯৭২ সালের ১১ই নভেম্বর এই দিনে বাংলাদেশ আওয়ামী যুবলীগের যাত্রা শুরু হয়। পাঁচ দশকের বেশি সময় ধরে দীর্ঘ লড়াই-সংগ্রাম ও হাজারো নেতাকর্মীর আত্মত্যাগের মাধ্যমে যুবলীগ দেশের সর্ববৃহৎ যুব সংগঠনে পরিণত হয়েছে।
এই ওয়েবসাইটের সকল স্বত্ব madaripursomoy.com কর্তৃক সংরক্ষিত
Leave a Reply