এস.এম. দেলোয়ার হোসাইন, নিজস্ব প্রতিবেদক :
মাদারীপুরের শিবচর উপজেলায় বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) মাদারীপুর জেলা শাখার নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক মোঃ সামসুল হক ও শিবচর উপজেলার মাধ্যমিক বিদ্যালয়ের নির্বাচিত সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়।
রোববার (১২ নভেম্বর) সকালে বাংলাদেশ শিক্ষক সমিতির শিবচর উপজেলা শাখার আয়োজনে মুন্সী কাদিরপুর উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বাখরের কান্দি আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ সাখাওয়াত হোসেনের সঞ্চালনায় সভাপতিত্ব করেন মুন্সী কাদিরপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব মো: শাহ আলম তালুকদার।
এসময় উপস্থিত ছিলেন, শিবচর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান বিএম দেলোয়ার হোসেন, মুন্সী কাদিরপুর উচ্চ বিদ্যালয় সাবেক প্রধান শিক্ষক আ: বর মুন্সী, কাদিরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মো. ফজলুল হক মুন্সী, বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) মাদারীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক ও শিবচর উপজেলা শাখার সভাপতি মোঃ সামসুল হক, কুতুবপুর উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মাঞ্জার বেপারী, বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) শিবচর শাখার সম্পাদক মো: মাসুদ খান, প্রধান শিক্ষক হারুন অর রশিদ, মো. সুলতান মাহমুদ, মোঃ আবুল হোসেন, মো. আলাউদ্দিন, আফজাল হোসেন, শিখা আক্তার, কামাল হোসেন, মো. সেলিম মিয়া, মো. রিজাউল করিমসহ উপজেলার মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক বৃন্দ।
অনুষ্ঠান শেষে নবগঠিত মাদারীপুর জেলা কমিটিতে অন্তর্ভুক্ত ১৪ জন সদস্যকে ক্রেস্ট প্রদান করা হয়।
এই ওয়েবসাইটের সকল স্বত্ব madaripursomoy.com কর্তৃক সংরক্ষিত
Leave a Reply