মাদারীপুর জেলা প্রতিনিধি :
মাদারীপুরে ২ হাজার ৫ পিস ইয়াবাসহ সোহানুর রহমান সোহান (২৯) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ।
শুক্রবার (১০ নভেম্বর) সকাল ১১টার দিকে সদর উপজেলার কুকরাইল বাইতুল মামুর জামে মসজিদ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেন মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন আহমেদ।
গ্রেফতারকৃত আসামি সোহানুর রহমান সোহান ডাসার এলাকার আইয়ুব আলী বেপারীর ছেলে।
থানা পুলিশ সুত্রে জানা যায়, সোহানুর রহমান সোহান নামের ওই যুবক দীর্ঘদিন ধরে মাদকের ব্যবসা করে আসছে। আজ সকালে তিনি ইয়াবা বিক্রির উদ্দেশ্যে কুকরাইল বাইতুল মামুর জামে মসজিদ এলাকায় অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। এসময় তাকে তল্লাশি করতে চাইলে ইয়াবা থাকার বিষয়টি প্রথম দিকে অস্বীকার করে। পরে তল্লাশি করার সময়ে তার হাতে থাকা একটি শপিং ব্যাগ থেকে ২ হাজার ৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ বিষয়ে ওসি সালাউদ্দিন আহমেদ বলেন, সোহানুর রহমান সোহান দীর্ঘদিন ধরে মাদক বিক্রি করে আসছিলো বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। এ বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়া হবে।
এই ওয়েবসাইটের সকল স্বত্ব madaripursomoy.com কর্তৃক সংরক্ষিত
Leave a Reply