রকিবুজ্জামান,নিজস্ব প্রতিবেদক :
মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ড. আবদুস সোবহান গোলাপ এমপি বলেছেন,দলের নেতাকর্মীদের সকল সমালোচনা পরিহার করে দ্বাদশ জাতীয় নির্বাচনে যাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নৌকার মনোনয়ন দিবেন,সকলে মিলে তাকেই জয়ী করতে হবে।
তিনি আরো বলেন,বিএনপি-জামাত জনগণ থেকে প্রত্যাখ্যাত হয়েছে। তারা প্রধান বিচারপতির বাসভবনে হামলা চালিয়েছে, প্রকাশ্যে নৃশংসভাবে পুলিশ হত্যা করে চরম বর্বরতার পরিচয় দিয়েছে। এই সন্ত্রাসী খুনিদের কাছে বাংলাদেশ নিরাপদ নয়।
তিনি আরও বলেন, বিএনপি সন্ত্রাসী হামলা চালিয়ে দেশকে অকার্যকর রাষ্ট্র বানাতে চায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলার জনগণকে সঙ্গে নিয়ে আমরা এই সন্ত্রাসী কর্মকাণ্ডকে প্রতিহত করবো।
বুধবার (৮ নভেম্বর) বিকেলে কালকিনি উপজেলার আলিনগর ইউনিয়নের ফাসিয়াতলা মার্সেন্ট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এক জনসভায় যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।
এমপি গোলাপ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত ও তাঁকে হত্যা করার জন্য বিএনপি জামায়াত ষড়যন্ত্র করছে। তারা কখনো দেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ চায়নি। তারা বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করেছে। ২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা করার জন্য ইতিহাসের জঘন্য গ্রেনেড হামলা চালিয়েছিল।
সভায় আলীনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আনোয়ার মাস্টারের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন— উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বাবু ভবতোষ দত্ত, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. লোকমান হোসেন সরদার, পৌর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আবুল বাসার, কালকিনি পৌরসভার মেয়র এস এম হানিফ, জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন, উপজেলা যুবলীগের সভাপতি মো. মনিরুজ্জামান হাওলাদার, যুবলীগের সাধারণ সম্পাদক মো. নিজাম সরদার, আলীনগর ইউনিয়নের চেয়ারম্যান শাহিদ পারভেজ, মহিলা আওয়ামী লীগের সভাপতি চায়না খানম, পৌর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিস ডলিসহ বিভিন্ন ইউনিয়নের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
এই ওয়েবসাইটের সকল স্বত্ব madaripursomoy.com কর্তৃক সংরক্ষিত
Leave a Reply