নাজমুল হোসেন লাবলু, নিজস্ব প্রতিবেদক :
মাদারীপুর জেলার শিবচরের উমেদপুর থেকে প্রায় এক বছর আগে চুরি হওয়া একটি মালবাহী ড্রাম ট্রাক সোমবার(৬ নভেম্বর) রাতে মানিকগঞ্জের সিঙ্গাইর থেকে উদ্ধার করেছে। এই ঘটনার সাথে জড়িত চোর চক্রের দুইজনকে পুলিশ গ্রেফতার করেছে।
মামলার বিবরণ ও শিবচর থানা পুলিশ জানায়, গত ২০২২ সালের ২৯ আগষ্ট রাতে শিবচর উপজেলার উমেদপুর ইউনিয়নের কাঁচিকাটা গ্রামের মো: সোহেল খানের মালিকানাধীন একটি মালবাহী ড্রাম ট্রাকটি চুরি হয়ে যায়। পুলিশ গতকাল সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তি মানিকগঞ্জের সিংগাইর উপজেলার চান্দহর ইউনিয়নের মাধবপুর গ্রামের ফজলুল হকের বাড়ির সামনে রাস্তার উপর থেকে ড্রাম ট্রাকটি পুলিশ উদ্ধার করে।
এসময় মানিগঞ্জের সিংগাইর থেকে ডাম ট্রাকটি উদ্ধার করে। মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার চান্দহর ইউনিয়নের মাধবপুর গ্রামের চোর চক্রের সদস্য তোফাজ্জেল হোসেন (৪০) এবং ড্রাম্প ট্রাকের চালক মো আবু তালেবকে(২৩) গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারকৃত তোফাজ্জেল হোসেন সিঙ্গাইর উপজেলার চান্দহর ইউনিয়নের মাধবপুর গ্রামের শামসুল হকের ছেলে এবং ড্রাম ট্রাকের চালক একই উপজেলার মানিকনগর গ্রামের আবুল কালাম মিয়ার ছেলে বলে পুলিশ জানায়।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সুব্রত গোলদার জানান, ‘শিবচর থেকে চুরি হওয়া মালবাহী ড্রাম ট্রাকটি গতকাল সোমবার রাতে মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার চান্দহর ইউনিয়নের মাধবপুর গ্রাম থেকে উদ্ধার করা হয়। পুলিশ চোর চক্রের সদস্য তোফাজ্জেল হোসেন (৪০) এবং ড্রাম্প ট্রাকের চালক মো আবু তালেবকে (২৩) গ্রেফতার করা হয়েছে। এ ঘটনার সাথে জড়িত আরো সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। এ ব্যাপারে শিবচর থানায় মামলা দায়ের করা হয়েছে।’
এই ওয়েবসাইটের সকল স্বত্ব madaripursomoy.com কর্তৃক সংরক্ষিত
Leave a Reply