মাদারীপুর জেলা প্রতিনিধি :
মাদারীপুরে অ্যাথলেটিকস অ্যাথলেটিকস প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৬ নভেম্বর) সকালে আছমত আলী খান স্টেডিয়াম মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়। এতে জেলার ১০ টি শিক্ষা প্রতিষ্ঠানের ২০০ জন বালক বালিকা অংশগ্রহণ করে। জেলা ক্রীড়া অফিসের আয়োজনে খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন জেলা প্রশাসক মোহাম্মদ মারুফুর রশিদ খান।
জেলা ক্রীড়া অফিসার সুমন কুমার মিত্রের সভাপতিত্বে ক্রীড়া প্রতিযোগিতায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদ, মাদারীপুর ফুটবল এসোসিয়েশনের সভাপতি গোলাম কবির, শিক্ষক-শিক্ষার্থী সহ অনেকেই।
এসময় জেলা প্রশাসক মোহাম্মদ মারুফুর রশিদ খান বলেন, বালক-বালিকাদের শারীরিক ও মানসিক বিকাশ সাধনের জন্য পড়াশোনার পাশাপাশি ক্রীড়া চর্চা অব্যাহত রাখতে হবে। এর ফলে সুনাগরিকসহ ভালো মানুষ হয়ে সমাজ ও দেশের মঙ্গলার্থে নিয়োজিত থাকতে পারবে।
জেলা ক্রীড়া অফিসার সুমন কুমার মিত্র বলেন, ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচীর আওতায় তৃণমূল পর্যায়ে খেলাধুলার প্রসার, ক্রীড়া প্রতিভার বিকাশ ও অন্বেষণ কাযর্ক্রমকে বেগবান করা সহ নতুন খেলায়াড় সৃষ্টির লক্ষ্যে এ উদ্যোগ নেয়া হয়েছে। মূলত গ্রামী ঐহিত্য বজায় রাখতে এ ধরণের ক্রীড়া প্রতিযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
এই ওয়েবসাইটের সকল স্বত্ব madaripursomoy.com কর্তৃক সংরক্ষিত
Leave a Reply