রকিবুজ্জামান, নিজস্ব প্রতিবেদক:
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার উন্নয়ন ও শান্তিতে বিশ্বাসী। সেই ধারাবাহিকতায় সারা দেশের ন্যায় মাদারীপুর-৩ আসনের জনগনও আজ শান্তিতে রয়েছেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক, মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ড. আবদুস সোবহান গোলাপ।
আজ সোমবার (৬ নভেম্বর) দুপুরে কালকিনি পৌরসভা চত্বরে মাদারীপুর-৩ আসনের আওয়ামীলীগের তৃণমূলের নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।
এসময় তিনি আরো বলেন,বিএনপি-জামাতের সাথে তাল মিলিয়ে দলের কিছু নেতাকর্মীরা সরকারের এ উন্নয়নকে অস্বীকার করছে।তাদের সকল ষড়যন্ত্র মোকাবেলা করে দলের পক্ষে কাজ করে আবারো নৌকার জয় নিশ্চিত করতে হবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর শাসনামলের উন্নয়ন লিফলেট আকারে জনগনের দ্বারপ্রান্তে পৌঁছে দিতে নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছেন। তাই সকলকে নিজ নিজ এলাকার উন্নয়ন চিত্র জনগনের সামনে তুলে ধরারও আহবান জানান এমপি গোলাপ।
এ সময় তৃণমূল নেতাকর্মীরা তাদের বক্তৃতায় সংসদ সদস্য ড.আবদুস সোবহান গোলাপের সময়ে এলাকার উন্নয়ন ও শান্তির কথা তুলে ধরে আবারো তাকে মাদারীপুর-৩ আসনের এমপি হিসেবে দেখতে চান।
মতবিনিময় সভায় মাদারীপুর-৩ আসনের অন্তর্গত ২০ টি ইউনিয়ন এবং একটি পৌরসভার আওয়ামীলীগ,যুবলীগ,ছাত্রলীগ সহ সকল সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।সকলের অংশগ্রহনে মতবিনিময়সভা জনসভায় রুপান্তরিত হয়।
এই ওয়েবসাইটের সকল স্বত্ব madaripursomoy.com কর্তৃক সংরক্ষিত
Leave a Reply