এস.এম. দেলোয়ার হোসাইন, নিজস্ব প্রতিবেদক :
মাদারীপুরের শিবচর পৌরসভার বাবুবাড়ি রবীন্দ্র সরোবর এলাকায় অত্যাধুনিক ৬ তলাবিশিষ্ট চৌধুরী ফিরোজা বেগম মহিলা প্রশিক্ষণ কেন্দ্র কাম হোস্টেল উদ্বোধন করা হয়েছে।
শনিবার (৪ নভেম্বর) চৌধুরী ফিরোজা বেগম মহিলা প্রশিক্ষন কেন্দ্র কাম হোস্টেল উদ্বোধন করেন জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এবং মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা।
প্রায় ২০ কোটি টাকা ব্যয়ে নির্মিত অত্যাধুনিক এই প্রশিক্ষণ কেন্দ্রে একসাথে ৬০ জন নারী ৪ বিষয়ে প্রশিক্ষণ ও আবাসন সুবিধার পাশাপাশি আরো ৫৪ জন কর্মজীবী নারী স্বল্প খরচে আবাসন সুবিধা পাবেন। একইসাথে ২৫ শিশু ডে কেয়ারের সুবিধা পাবে।
এ সময় মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রনালয়ের সচিব নাজমা মোবারেক, মহিলাবিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক ফরিদা পারভীন, জাতীয় মহিলা সংস্থার নির্বাহী পরিচালক অতিরিক্ত সচিব আবেদা আক্তার, মহিলা বিষয়ক অধিদপ্তরের পরিচালক যুগ্ম সচিব মনোয়ারা ইশরাত, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের যুগ্ন সচিব নাহিদ মঞ্জুরা আফরোজ, মাদারীপুর জেলা পরিষদ চেয়ারম্যান মুনির চৌধুরী, স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক নজরুল ইসলাম, প্রকল্পের প্রকল্প পরিচালক ফারহানা আক্তার, শিবচর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আ. লতিফ মোল্লা, পৌর মেয়র মো. আওলাদ হোসেন খান, উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাজাহান মোল্লা, সাধারণ সম্পাদক ডা. মো. সেলিম প্রমুখ উপস্থিত ছিলেন।
এই ওয়েবসাইটের সকল স্বত্ব madaripursomoy.com কর্তৃক সংরক্ষিত
Leave a Reply