রকিবুজ্জামান, নিজস্ব প্রতিবেদক :
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার কৃষিখাতে ব্যাপক উন্নয়নের মাধ্যমে দেশে কৃষি বিপ্লব ঘটিয়েছেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক, মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ড. আবদুস সোবহান গোলাপ।
আজ রবিবার (৫ নভেম্বর) বিকেলে মাদারীপুরের কালকিনি উপজেলা পরিষদ হলরুমে কৃষকদের মাঝে রবি প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে সার ও বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।
এসময় তিনি আরো বলেন, শুধুমাত্র বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে ফলে আজ পদ্মা সেতু, মেট্রোরেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে সহ দেশের বিভিন্ন বড় বড় উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা সম্ভব হয়েছে।
এক ইঞ্চি জমিও অনাবাদি না রেখে সকলকে কৃষি পণ্য উৎপাদনে উৎসাহিত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সর্বদা সচেষ্ট রয়েছেন।
তাই সকলকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রতি আস্থা রেখে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার পক্ষে কাজ করে নৌকার বিজয় সুনিশ্চিত করার আহবানও জানান সংসদ সদস্য ড.আবদুস সোবহান মিয়া গোলাপ।
এর আগে দুপুরে ঢাকা হতে তিনি নিজ নির্বাচনী এলাকায় পৌঁছালে নেতাকর্মীরা মোটর শোভাযাত্রার মাধ্যমে তাকে স্বাগত জানান।
এসময় উপস্থিত ছিলেন কালকিনি পৌর মেয়র এস এম হানিফ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কায়েসুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা মিল্টন বিশ্বাস, কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নাজমুল হাসান সহ উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ সকল সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
এই ওয়েবসাইটের সকল স্বত্ব madaripursomoy.com কর্তৃক সংরক্ষিত
Leave a Reply