এস এম আরাফাত হাসান, নিজস্ব প্রতিবেদক :
মাদারীপুরে ৫২তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে মাদারীপুর সদর ও মাদারীপুর সদর উপজেলা সমবায়ের আয়োজনে শনিবার (৪ নভেম্বর) সকালে জেলা প্রশাসকের কার্যালয় এর সম্মুখে অতিথিবৃন্দ, সাংবাদিক ও সমবায়ীদের উপস্থিতিতে বর্ণাঢ্য র্যালির শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা হয়।
মাদারীপুর জেলা সমবায় কর্মকর্তা জয়ন্তী অধিকারীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) মোসাঃ তানিয়া ফেরদৌস।
বিশেষ অতিথি ছিলেন, সিভিল সার্জন ডাঃ মুনির আহম্মদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ নাজমুল ইসলাম, মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাইনউদ্দিনসহ অন্যরা।
বক্তব্য রাখেন মাদারীপুর সদর উপজেলা সমবায় কর্মকর্তা তাছলিমা বেগম, সমবায় সমিতির প্রতিনিধিবৃন্দরা।
উপজেলা সমবায় কর্মকর্তা তাছলিমা বেগম বলেন, অধিকন্তু সমবায় আন্দোলনকে বেগমান করতে সকলের এগিয়ে আসতে হবে।
প্রধান অতিথি জানান, দেশের অর্থনৈতিক চাকা সচল রাখতে সমবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এছাড়াও বিদ্যমান সমবায় সমিতি আইন ও বিধিমালার আলোকে কার্যক্রম পরিচালনা করার জন্য সমবায়ীদের প্রতি অনুরোধ জানান তিনি।
প্রধান অতিথির ভাষণের পর মাদারীপুর জেলাধীন পাঁচ উপজেলার পাঁচটি সর্বাধিক অডিট ফি ও সিডিএফ প্রদানকারী সমবায় সমিতিকে পুরস্কার ও সনদ প্রদান করা হয়। অতপর জেলা সমবায় কর্মকর্তা মহোদয় অতিথিবৃন্দের হাতে উপহার হিসেবে বই তুলে দেন।
এই ওয়েবসাইটের সকল স্বত্ব madaripursomoy.com কর্তৃক সংরক্ষিত
Leave a Reply