মাদারীপুর জেলা প্রতিনিধি :
মাদারীপুরে ট্রাক ও যাত্রীবাহী সাকুরা পরিবহনের একটি বাসের মুখোমুখি সংর্ঘষে মলিনা বেগম (৬৫) নামের এক মারা গেছে। নিহত ওই নারীর বাড়ি পটুয়াখালী জেলায়। এই ঘটনায় কমপক্ষে ২০ যাত্রী আহত হয়েছে। শনিবার বিকেল সাড়ে চারটার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুর সদর উপজেলার সমাদ্দার এলাকায় এই দুর্ঘটনা ঘটেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সাকুরা পরিবহনের একটি যাত্রীবাহী বাস বরিশাল থেকে ঢাকা যাচ্ছিলো অপরদিক থেকে একটি বালুবাহি ট্রাক আসছিল। পথিমধ্যে সমাদ্দার এলাকায় আসলে ট্রাক ও বাসের মুখোমুখি সংর্ঘষ ঘটে। এতে ঘটনাস্থলেই বাসের এক নারী যাত্রী মারা গেছেন।
এছাড়াও কমপক্ষে ২০ যাত্রী আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে মাদারীপুর সদর ও রাজৈরের বিভিন্ন হাসপাতালে ভর্তি ও প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। এই ঘটনায় সাকুরা পরিবহণের সামনের অংশ দুমরে মুচরে গেছে। দুর্ঘটনার পর ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
মাদারীপুরের মস্তফাপুর হাইওয়ে পুলিশ ফাড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মারুফ রহমান বলেন, বালুবাহি ট্রাক ও যাত্রীবাহী সাকুরা পরিবহণের মুখোমুখি সংর্ঘষে ঘটনাস্থলে এক নারী মারা গেছেন। দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে মাদারীপুর সদর হসাপাতালসহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
এই ওয়েবসাইটের সকল স্বত্ব madaripursomoy.com কর্তৃক সংরক্ষিত
Leave a Reply