শিবচর (মাদারীপুর) প্রতিনিধি:
মাদারীপুরের শিবচরে শেখ হাসিনা ইনস্টিটিউট অফ ফ্রন্টিয়ার টেকনোলজি এর জমি অধিগ্রহনে ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরন করা হয়েছে।
শনিবার (৪ নভেম্বর) দুপুর ১২ টার দিকে স্থানীয় ইলিয়াস আহমেদ চৌধুরী অডিটোরিয়ামে এক অনুষ্ঠানে জাতীয় সংসদের চীফ হুইপ নুর ই আলম চৌধুরী এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সংশ্লিষ্টদের মাঝে চেক হস্তান্তর করেন।
মাদারীপুর ভুমি অধিগ্রহণ শাখা সুত্রে জানা যায়,মাদারীপুরে শিবচর উপজেলার কুতুবপুর এলাকায় প্রায় ৭০ একর জমি অধিগ্রহণ করা হয় শেখ হাসিনা ইনস্টিটিউট অফ ফ্রন্টটিয়ার টেকনোলজির জন্য। ইতোমধ্যে ইন্সটিটিউটের নির্মান কাজও শুরু হয়েছে। আজ অনুষ্ঠানে ২০ টি চেকের মাধ্যমে সাড়ে ৬ কোটি টাকা প্রধান করা হয়।
মাদারীপুর জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন শিবচর উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবদুল লতিফ মোল্লা,মাদারীপুর ডিডিএলজির উপপরিচালক ও উপসচিব মো: নজরুল ইসলাম, মাদারীপুর ভুমি অধিগ্রহণ কর্মকর্তা মাহবুবা ইসলাম, শিবচর উপজেলা সহকারী কমিশনার( ভুমি) মো: রিয়াজুর রহমান, শিবচর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান বিএম আতাউর রহমানসহ শিবচর উপজেলা পরিষদ ও প্রশাসনের কর্মকর্তাসহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
এই ওয়েবসাইটের সকল স্বত্ব madaripursomoy.com কর্তৃক সংরক্ষিত
Leave a Reply