শিবচর (মাদারীপুর) প্রতিনিধিঃ
জাতীয় গৃহায়ন কত্তৃপক্ষের জেলা ও উপজেলা পর্যায়ের সর্ববৃহৎ প্রকল্প শিবচর দাদাভাই হাউজিং সোসাইটির কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।
শিবচর দাদাভাই উপশহরের প্রথম বাড়ির মালিক, শিবচর প্রেস ক্লাবের সভাপতি এ কে এম নাসিরুল হক কে সভাপতি এবং শাহরিয়ার হাসান খান রানাকে সাধারণ সম্পাদক করে ১৭বিশিষ্ট কার্যকরী কমিটি করা হয়েছে।
উক্ত কমিটিতে উপদেষ্টা মন্ডলীতে রয়েছেন- মাদারীপুর জেলা পরিষদ চেয়ারম্যান- মুনির চৌধুরী, শিবচর উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ মোল্লা, শিবচর পৌরসভার মেয়র আওলাদ হোসেন খান।
এছাড়াও কমিটির অপর সদস্যরা হলেন- সহ-সভাপতি- জাতীয় গৃহায়ন কতৃপক্ষের শিবচর উপ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী (পদাধিকার), সহ-সভাপতি- শিবচর পৌরসভা সহকারী প্রকৌশলী (পদাধিকার), সহ-সভাপতি- ডাঃ মোঃ মাজেদুল হক কাউসার, মোঃ মনিরুজ্জামান মনির- যুগ্ন সাধারন সম্পাদক, তৌহিদুল আজাদ- সাংগঠনিক সম্পাদক, সুমন আহমেদ- কোষাধ্যক্ষ, জাকির হোসেন লোকমান- আইন বিষয়ক সম্পাদক, মামুন অর রশিদ খান- সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক, মোসাঃ রেনুকা ইয়াসমিন- মহিলা বিষয়ক সম্পাদিকা, আহসান কবির- দপ্তর সম্পাদক, মোঃ গাউসুল আলম শাহাজাদা- সদস্য, এ কে এম রেজাউল হক- সদস্য, মোঃ দেলোয়া হোসেন বেপারী- সদস্য, মোঃ জাবেদ- সদস্য, আলী আহসান মিলন- সদস্য।
এই ওয়েবসাইটের সকল স্বত্ব madaripursomoy.com কর্তৃক সংরক্ষিত
Leave a Reply