রকিবুজ্জামান, নিজস্ব প্রতিবেদকঃ
“রক্ত দিয়ে এনেছি স্বাধীনতা,রক্ত দিয়ে বাঁচবো মানবতা” এই শ্লোগানে উজ্জীবিত সেচ্ছাসেবী সংগঠন কালকিনি ব্লাড ডোনেশন সোসাইটির আয়োজনে মাদারীপুরের কালকিনিতে জাতীয় রক্তদাতা দিবস উপলক্ষে আনন্দ র্যালী,বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
দিবসটি উপলক্ষে শুক্রবার (২ নভেম্বর) সকাল ১০ টায় কালকিনি ব্লাড ডোনেশন সোসাইটির কার্যালয় থেকে একটি র্যালী বের করা হয়। র্যালীটি কালকিনি সৈয়দ আবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজ চত্বর প্রদক্ষিণ করে কালকিনি ব্লাড ডোনেশন সোসাইটির কার্যালয়ে এসে শেষ হয়।
পরে সেখানে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও দিবসটি উপলক্ষে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তারা রক্তদানের নানা উপকারিতার কথা উল্লেখ করে সেচ্ছায় রক্তদানে সকলকে এগিয়ে আসার আহবান জানান।
এ সময় উপস্থিত ছিলেন কালকিনি ব্লাড ডোনেশন সোসাইটির প্রধান উপদেষ্টা মীর সারোয়ার আলম ফেরদৌস, সম্মানিত উপদেষ্টা ও কালকিনি মর্ডান (প্রাঃ) হাসপাতালের গাইনী চিকিৎসক ডাঃ আঞ্জুমান আরা বেগম (মনি),সংগঠনটির নির্বাহী পরিচালক রোমান হোসেন রানা মৃধা, সদস্য সচিব মোঃ ইব্রাহিম, সদস্য নাজিম উদ্দীন,সদস্য তামিম হাসান,সদস্য শামিম হোসেন সহ সংগঠনের অন্যান্য স্বেচ্ছাসেবকবৃন্দ ।
এই ওয়েবসাইটের সকল স্বত্ব madaripursomoy.com কর্তৃক সংরক্ষিত
Leave a Reply