মাদারীপুর জেলা প্রতিনিধি :
পুলিশ হত্যা, সাংবাদিক নির্যাতন, বিচারপতির বাসভবনে হামলাসহ বিএনপি-জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও শান্তি সমাবেশ করেছে মাদারীপুর সদর উপজেলা আওয়ামী লীগ।
মঙ্গলবার (৩১ অক্টোবর) বিকেলে বিক্ষোভ মিছিল ও শান্তি সমাবেশ উপলক্ষ্যে সদর উপজেলা আওয়ামী লীগের দলীয় কাযালয় থেকে এক বিরাট বিক্ষোভ মিছিল বের করে শহরের প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুরান বাজার মেলবোর্ন প্লাজায় গিয়ে শেষে হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত পথ সভা অনুষ্ঠিত হয়।
সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সৈয়দ শাখাওয়াত হোসেন সেলিম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এজাজুর রহমান আকনের সঞ্চালনায় বিক্ষোভ মিছিল ও শান্তি সমাবেশে উপস্থিত ছিলেন স্থানীয় এমপি প্রতিনিধি আজিজুর রহমান খান শিবু, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নারগিস আক্তার, সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক খলিলুর রহমান দর্জি, জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক হেনা খানম, সাবিনা ইয়াসমিন, শারমিন আক্তার, জেলা মহিলা শ্রমিক লীগের সভাপতি ফিরোজা বেগম, ছাত্রলীগ, যুবলীগসহ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।
এই ওয়েবসাইটের সকল স্বত্ব madaripursomoy.com কর্তৃক সংরক্ষিত
Leave a Reply