রাজৈর (মাদারীপুর) প্রতিনিধি :
মাদারীপুরের রাজৈরে ১০৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী মোঃ গাউছ খন্দকারকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ।
উপজেলার বদরপাশা ইউনিয়নের শংকরদী পাট্টাবুকার নিজ বাড়ি থেকে সোমবার (৩০ অক্টোবর) বিকেলে তাকে গ্রেপ্তার করা হয়। গাউছ একই গ্রামের মৃত বর্জক খন্দকারের ছেলে।
মঙ্গলবার (৩১ অক্টোবর) সকালে প্রেস নোটের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন রাজৈর থানার ওসি মোঃ আলমগীর হোসেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার টেকেরহাট গোলচত্তরে চেকপোস্টে ডিউটি করার সময় মাদক ক্রয়-বিক্রয় হচ্ছে সংবাদ পেয়ে গাউছের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তাকে আটক করে তার লুঙ্গির মধ্যে থেকে ১০৫ পিচ ইয়াবা উদ্ধার করে পুলিশ।
রাজৈর থানার ওসি মোঃ আলমগীর হোসেন জানান, তার বিরুদ্ধে এজাহার দায়ের করে আদালতের মাধ্যমে মঙ্গলবার তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
এই ওয়েবসাইটের সকল স্বত্ব madaripursomoy.com কর্তৃক সংরক্ষিত
Leave a Reply