মাদারীপুর জেলা প্রতিনিধি :
মাদারীপুরে শেখ রাসেল এর জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে বালক (অনূর্ধ্ব-১৫) ফুটবল প্রতিযোগিতার মাধ্যমে প্রতিভাবান খেলোয়াড় বাছাই অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩০ অক্টোবর) বিকেলে আছমত আলী খান স্টেডিয়াম মাঠে ফুটবল প্রতিযোগিতার মাধ্যমে খেলোয়াড় বাছাই করা হয়।
ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৩-২৪ এর আওতায় জেলা ক্রীড়া অফিসের আয়োজনে ২দিন ব্যাপী ফুটবল খেলোয়াড় বাছাই পর্বে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ক্লাব ও ৪টি উপজেলা দলের ৫২ জন খেলোয়াড় বাছাই কাযক্রমে অংশগ্রহণ করে।
মাদারীপুর জেলা ক্রীড়া অফিসার সুমন কুমার মিত্রের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি গোলাম কবির, বালক দলের প্রশিক্ষক আফজাল হোসেন মানিক, আশরাফুল হোসেন, জেলা ক্রীড়া সংস্থার সদস্য নান্নু মন্সী, শিক্ষক-শিক্ষার্থী সহ অনেকেই।
জেলা ক্রীড়া অফিসার সুমন কুমার মিত্র জানান, শেখ রাসেলের স্মৃতিকে স্মরণ করতে বালক (অনুর্ধ্ব-১৫) ফুটবল প্রতিযোগিতার মাধ্যমে প্রতিভাবান খেলোয়াড় বাছাই কাযক্রম হাতে নেয়া হয়েছে। এ প্রতিযোগিতার মাধ্যমে প্রতিভাবান ফুটবল খেলোয়াড় খুজেঁ বের করে তাদেরকে জেলা পর্যায়ে প্রশিক্ষণ প্রদান করা হবে। এরপর ঢাকা বিভাগীয় পর্যায়ে দল গঠনের জন্য এ কর্মসূচি থেকে সেরা ৫জন খেলোয়াড়কে ঢাকায় পাঠানো হবে। পরবর্তীতে বিভাগীয় দলগুলো জাতীয় পর্যায়ে চূড়ান্ত টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। মূলত তৃণমূল পর্যায়ে খেলাধুলার প্রসার, ক্রীড়া প্রতিভার বিকাশ ও অন্বেষণ কাযক্রমকে বেগবান করার জন্য আজকের এই আয়োজন।
এই ওয়েবসাইটের সকল স্বত্ব madaripursomoy.com কর্তৃক সংরক্ষিত
Leave a Reply