শিবচর (মাদারীপুর) প্রতিনিধি :
মাদারীপুরের শিবচরে অতিরিক্ত দামে স্যালাইন বিক্রি করার অপরাধে দুটি ওষুধের দোকানে ২৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর। সোমবার দুপুরে পৌর বাজারে এ অভিযান চালানো হয়।
পুলিশ ও অভিযান সূত্রে জানায়, শিবচর বাজারের বেশ কিছু ওষুধের দোকানে অতিরিক্ত দামে স্যালাইন বিক্রি ও মেয়াদ উত্তীর্ণ ওষুধ রেখে তা ভোক্তাদের কাছে বিক্রি করা হচ্ছিল। এমন অভিযোগ পাওয়ার পরে বাজারের ৭১ সড়কের সাইয়েদা ফার্মেসী ও মাদবর ফার্মেসীতে অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের একটি দল। এ সময় অতিরিক্ত দামে স্যালাইন বিক্রি ও মেয়াদ উত্তীর্ণ ওষুধ থাকায় সাইয়েদা ফার্মেসীর মালিককে ২০ হাজার এবং মাদবর ফার্মেসীর মালিককে ৫ হাজার টাকা জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মাদারীপুর কার্যালয়ের সহকারি পরিচালক জান্নাতুল ফেরদৌস। এ সময় শিবচর স্যানেটারি ইন্সপেক্টর ফজলুল হক এবং শিবচর থানা পুলিশের টিম উপস্থিত ছিলেন।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মাদারীপুর কার্যালয়ের সহকারি পরিচালক জান্নাতুল ফেরদৌস বলেন, ‘সংকট দেখিয়ে অতিরিক্ত দামে স্যালাইন বিক্রি করার অপরাধে দুটি ফার্মেসীর মালিককে জরিমানা করে সর্তক করেছি। এ সময় ফার্মেসী দুটোয় মেয়াদ উত্তীর্ণ ওষুধও পাওয়া গেছে। পুরো জেলার ফার্মেসীগুলোকে আমরা বার বার সর্তক করে যাচ্ছি। ভোক্তাদের স্বার্থ রক্ষার্থে আমরা এ ধরণের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।’
এই ওয়েবসাইটের সকল স্বত্ব madaripursomoy.com কর্তৃক সংরক্ষিত
Leave a Reply