নাজমুল হোসেন লাবলু, নিজস্ব প্রতিবেদক :
বিএনপির ডাকা হরতাল ও সন্ত্রাস নৈরাজের প্রতিবাদে শিবচরে উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে শান্তি ও উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ সমাবেশে নেতাকর্মীদের ঢল নামে।
জানা যায়, রবিবার সকালে শিবচর উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ের সামনে বিএনপির ডাকা হরতাল ও সন্ত্রাস নৈরাজৈর প্রতিবাদে শান্তি ও উন্নয়ন সমাবেশ আয়োজন করে উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন।
সমাবেশে উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোঃ শাজাহান মোল্লার সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আঃ লতিফ মোল্লা, পৌর মেয়র মোঃ আওলাদ হোসেন খান, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ডাঃ মোঃ সেলিম, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক মনিরুজ্জামান সেলিম উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি ইলিয়াস হোসেন পাশা উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক খায়রুজ্জামান খান, ছাত্র লীগের সভাপতি রাজিব ডালী ও ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসিফ হোসেন মাদবর সহ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তব্যে নেতৃবৃন্দ বিএনপি জামায়াতকে কঠোরভাবে প্রতিহত করার ঘোষনা দেয়া হয়। এই সমাবেশ উপলক্ষে সকাল থেকে পৌরসভাসহ বিভিন্ন ইউনিয়ন থেকে নেতাকর্মীরা জড়ো হয়ে সমাবেশ সফল করার জন্য নেতা কর্মীদের ধন্যবাদ জানান নেতৃবৃন্দ।
এই ওয়েবসাইটের সকল স্বত্ব madaripursomoy.com কর্তৃক সংরক্ষিত
Leave a Reply