আরাফাত হাসান, নিজস্ব প্রতিবেদক :
বিএনপির ডাকা সকাল-সন্ধ্যা ও নৈরাজ্যের প্রতিবাদে মাদারীপুরে বিক্ষোভ মিছিল ও শান্তি সমাবেশ করেছে জেলা আওয়ামী লীগ।
রোববার সকালে জেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল হয়ে শহরের গুরুত্বপূর্ণ কয়েকটি সড়ক প্রদক্ষিণ শেষে সদর মডেল থানার সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় শান্তি সমাবেশ। এতে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আজাদ মুন্সি, সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে, যুগ্ন সাধারণ সম্পাদক ও পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদ, যুবলীগের জেলা শাখার সাধারণ সম্পাদক সাইফুর রহমান রুবেল খান, স্বেচ্ছাসেবক লীগের জেলা শাখার সভাপতি মিরাজ হোসেন খান,যুবলীগের সহসভাপতি মাসহদুর রহমান,ছাত্রলীগের সভাপতি জাহিদ হোসেন অনিক সহ অনেকেই।
এ সময় বক্তারা বিএনপির ডাকা সকাল-সন্ধ্যা হরতালে মাদারীপুর জেলায় কোন প্রভাব পড়েনি দাবি করে বলেন, জনগনের ক্ষতি করে কোন কর্মসূচি বিএনপি দিলে, তা প্রতিহত করবে আওয়ামী লীগের নেতাকর্মীরা। শান্তিপূর্ণ জেলায় কোন অবস্থাতেই অশান্তি করতে দিবে না আওয়ামী লীগ। আওয়ামী লীগ সরকারী কোন দল নয় বলেও মন্তব্য করেন নেতাকর্মীরা। নেতারা বলেন, শনিবারে রাজধানী ঢাকায় বিএনপির কর্মকান্ডই প্রমাণ করে বিএনপি সন্ত্রাসী দল।
এই ওয়েবসাইটের সকল স্বত্ব madaripursomoy.com কর্তৃক সংরক্ষিত
Leave a Reply