নিজস্ব প্রতিবেদক | মাদারীপুরসময় ডটকম
মাদারীপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেনের জানাজা হয়নি মাদারীপুরের ডাসার উপজেলায়। নিজ জন্মস্থানে জানাজা ও লাশ দাফন না হওয়ায় আত্মীয় স্বজনের পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে।
পারিবারিক সূত্রে জানা যায়, গত মঙ্গলবার দিবাগত রাতে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে মারা যান সৈয়দ আবুল হোসেন। গতকাল বৃহস্পতিবার তার প্রথম জানাজা গুলশান আজাদ মসজিদে ও দ্বিতীয় জানাজা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হয়।পরবর্তী জানাজা শুক্রবার তার জন্মস্থান মাদারীপুরের ডাসারে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সে অনুযায়ী গত দুইদিন জেলার বিভিন্ন এলাকায় মাইকিং করা হয়। শুক্রবার বাদ জুমা জানাজায় অংশ নিতে জেলার বিভিন্ন স্থান থেকে হাজার হাজার মানুষ ডাসারে সমবেত হন।
জানাজায় অংশ নিতে এসেছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ও মাদারীপুর-৩ আসনের বর্তমান সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ড.আবদুস সোবহান মিয়া গোলাপ,আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাছিম,আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য আনোয়ার হোসেন সহ বিভিন্ন স্তরের হাজার হাজার আওয়ামী লীগ নেতাকর্মী ও সর্বস্তরের জনগন। কিন্তু শুক্রবার দুপুরের দিকে জানানো হয়, সৈয়দ আবুল হোসেনের জানাজা ডাসারে হবেনা,হবে সিরাজগঞ্জের এনায়েতপুরে।আর সেখানেই তাকে দাফন করা হবে।এতে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দা ও তার স্বজনরা।
পারিবারিক সূত্রে জানা যায়, সিরাজগঞ্জের এনায়েতপুরে সাবেক যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেনের শ্বশুর বাড়ি। সেখানে তার জানাজা শেষে দাফন সম্পন্ন করা হয়েছে। সৈয়দ আবুল হোসেনের স্ত্রী খাজা নার্গিস ও দুই মেয়ের সিদ্ধান্তেই সিরাজগঞ্জে তার দাফন হয়েছে বলে পারিবারিক সূত্রে জানাগেছে।
সৈয়দ আবুল হোসেনের ছোট ভাই ডাঃ সৈয়দ আবুল হাসান আক্ষেপ করে বলেন, নিজ এলাকায় জানাজা পড়বো বলে আমি ঢাকার কোনো জানাজায় অংশগ্রহণ করিনি।কিন্তু তা আর সম্ভব হলো না।ভাই এলাকায় তার দাফনের সব আয়োজন করে রেখে গিয়েছিলেন।তার ইচ্ছা ছিল এখানেই যেন তার দাফন হয়।কিন্তু তার স্ত্রী ও কন্যারা ভাইয়ের সেই শেষ ইচ্ছাটুকুও পূরণ করলো না।’
বাংলাদেশ আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ও মাদারীপুর-৩ আসনের বর্তমান সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ড.আবদুস সোবহান মিয়া গোলাপ বলেন, ‘সৈয়দ আবুল হোসেনের জানাজায় অংশ নিতে সকালে ডাসারে এসেছি।তার লাশ হেলিকপ্টার যোগে ডাসারে আনার কথা ছিল।কিন্তু যখন শুনলাম লাশ এখানে না এনে সিরাজগঞ্জে তার শ্বশুরবাড়ি এলাকায় নেয়া হয়েছে,তখন খুবই মর্মাহত হয়েছি।কিন্তু তার পরিবাবের সিদ্ধান্তের বাইরে আমাদের তো কিছুই করার নেই।তার ভাইয়ের মতো আমিও এখানে জানাজা পড়বো বলে ঢাকায় জানাজা পড়িনি। কিন্তু সেই সুযোগ হলো না।’
এদিকে সৈয়দ আবুল হোসেনের লাশ সিরাজগঞ্জে দাফন করায় মাদারীপুরের জনগন ক্ষোভ প্রকাশ করেছেন।তারা বিভিন্ন সামাজিক মাধ্যমে এর তীব্র নিন্দা জানানোর পাশাপাশি সৈয়দ আবুল হোসেনের লাশ তুলে এনে পুনরায় ডাসারে তার তৈরি করা সমাধিতে দাফন করার দাবি জানান।
এই ওয়েবসাইটের সকল স্বত্ব madaripursomoy.com কর্তৃক সংরক্ষিত
Leave a Reply