মাদারীপুর জেলা প্রতিনিধি :
বিএনপির নেতা-কর্মীরা যেখানে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাবে, সেখানেই আওয়ামী লীগের নেতা-কর্মীরা তাদের বাঁধা দিয়ে প্রতিহত করবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্মা সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম।
শুক্রবার (২৭ অক্টোবর) দুপুরে মাদারীপুর জেলার ডাসারে ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশ নিয়ে সাংবাদিকদের কাছে এমন মন্তব্য করেন।
বাহাউদ্দিন নাছিম বলেন, ২৮ অক্টোবর ঢাকার বায়তুল মোকাররমে আওয়ামী লীগ শান্তি সমাবেশ করবে। সেখানে সারাদেশ থেকে আওয়ামী লীগের নেতা-কর্মী আনতে হবে না। ঢাকায় যারা আছেন, তারাই শান্তি সমাবেশে যোগ দেবে। তবে সারাদেশের নেতা-কর্মীদের বলা হয়েছে, যেখানেই বিএনপি সন্ত্রাসী কর্মকাণ্ড করবে, সেখানেই তাদের বাঁধা দিয়ে প্রতিহত করা হবে।
বিএনপির সমাবেশের নামে সন্ত্রাসী কর্মকাণ্ডের তীব্র সমালোচনা করেন এবং আগামীকালের মহাসমাবেশকে নিয়ে আওয়ামী লীগ শঙ্কিত নয় বলে জানান বাহাউদ্দিন নাছিম।
এসময় বাহাউদ্দিন নাছিম মাদারীপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য সৈয়দ আবুল হোসেনের পরিবারবর্গের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে শোকার্তদের পাশে থাকার আশ্বাস দেন।
এই ওয়েবসাইটের সকল স্বত্ব madaripursomoy.com কর্তৃক সংরক্ষিত
Leave a Reply