কালকিনি (মাদারীপুর) প্রতিনিধিঃ
প্রার্থীদের পাল্টা পাল্টি অভিযোগ থাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশংকায় কালকিনি পাইলট গালর্স স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি নির্বাচন স্থগিত ঘোষণা করা হয়েছে।
নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্বে থাকা উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোঃ কায়েসুর রহমানের দেয়া প্রতিবেদনের প্রেক্ষিতে আজ(বুধবার) নির্বাচন স্থগিতের ঘোষণা দেয় উপজেলা নির্বাহী কর্মকর্তা পিংকি সাহা। তবে এডহক কমিটি গঠনের জন্য কালকিনি পাইলট গালর্স স্কুল এন্ড কলেজের অধ্যক্ষকে বলা হয়েছে।
এব্যাপারে নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্বে থাকা উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোঃ কায়েসুর রহমান বলেন ‘ কালকিনি পাইলট গালর্স স্কুল এন্ড কলেজের নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকেই প্রার্থীদের আচরনে যে পরিবেশের সৃষ্টি হয়েছে তাতে আইন শৃঙ্খলা পরিবেশের অবনতি হওয়ার উপক্রম হয়েছে। তাই সুষ্ঠু ভাবে নির্বাচন সম্ভব নয় বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা নির্বাচন স্থগিত ঘোষণা করেছে।’
এই ওয়েবসাইটের সকল স্বত্ব madaripursomoy.com কর্তৃক সংরক্ষিত
Leave a Reply