রাজৈর (মাদারীপুর) প্রতিনিধি :
মাদারীপুরের রাজৈরে মোটরসাইকেল ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে অনিক হাজরা (২২) ও অঞ্জন হালদার (১৮) নামের দুই যুবক নিহত হয়েছেন।
মঙ্গলবার (২৪ অক্টোবর) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার কদমবাড়ি ইউনিয়নের আড়ুয়াকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।
অনিক হাজরা গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার বুরুয়া কলাবাড়ি এলাকার অপূর্ব হাজরার ছেলে ও অঞ্জন হালদার একই এলাকার গোপাল হালদারের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে রাজৈর উপজেলার আড়ুয়াকান্দি থেকে গোপালগঞ্জ জেলার কোটালিপাড়া যাচ্ছিলেন অনিক হাজরা ও অঞ্জন হালদার। এসময় তারা আড়ুয়াকান্দি শনি মন্দিরের সামনে আসলে বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকলে থাকা অঞ্জন হালদার ও অনিক হাজরা ঘটনাস্থলেই মারা যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পরিদর্শন করে পুলিশ। পরে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মাদারীপুর মর্গে পাঠানো হয়েছে।
এই ওয়েবসাইটের সকল স্বত্ব madaripursomoy.com কর্তৃক সংরক্ষিত
Leave a Reply