কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি :
মাদারীপুরের কালকিনিতে চুরির অপবাদ দিয়ে মো. আজিজুল শিকদার (৩২) নামে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় আদালতে একটি (কোর্ট পিটিশন) মামলা দায়ের করেছেন নিহতের বাবা। সোমবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন ভূক্তভোগী পরিবার।
মামলা, নিহতের পরিবার ও এলাকা সুত্রে জানা গেছে, পৌর এলাকার পাঙ্গাশিয়া গ্রামের রহিম শিকদারের ছেলে আজিজুল শিকদারকে চুরির অপবাদ দিয়ে গত বুধবার পিটিয়ে হত্যা করা হয়। এই হত্যার ঘটনায় নিহতের বাবা বাদি হয়ে বাবুল বেপারী, আবুল হোসেন বেপারী, মামুন বেপারী, শামীম বেপারী, রনি চৌকিদার ও কাইয়ুমসহ ১৪জনকে আসামী করে আদালতে একটি (কোর্ট পিটিশন) মামলা দায়ের করেন।
মামলার বাদি বলেন, আমার ছেলেকে ডেকে নিয়ে এলাকার বাবুল বেপারী, আবুল হোসেন বেপারী, মামুন বেপারী, শামীম বেপারী, রনি চৌকিদার ও কাইয়ুমসহ একটি প্রভাবশালী মহল হত্যা করেছে। তাই আমি তাদের নামে আদালতে মামলা দায়ের করেছি। আমি তাদের বিচার চাই।
অভিযুক্তদের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তাদেরকে পাওয়া যায়নি।
এ ব্যাপারে কালকিনি থানার ওসি মো. নাজমুল হাসান বলেন, আদালতে মামলার বিষয়ে আমি কোন কাগজ পাইনি। তবে আদালত কোন নির্দশনা দিলে সে অনুযায়ী কাজ করা হবে। আজিজুল হত্যা কান্ডের ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে।
এই ওয়েবসাইটের সকল স্বত্ব madaripursomoy.com কর্তৃক সংরক্ষিত
Leave a Reply