রাজৈর (মাদারীপুর) প্রতিনিধি :
মাদারীপুরের রাজৈর উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন জেলা আ.লীগ সভাপতি শাহাবুদ্দিন আহম্মেদ মোল্লা। সোমবার সন্ধ্যা থেকে উপজেলার প্রতিটি ইউনিয়নের দুর্গা মন্ডপগুলো তিনি পরিদর্শনে যান। এ সময় প্রতিটি পূজা সার্বিক নিরাপত্তাসহ নানা বিষয় তদারকি করেন।
খালিয়া এলাকায় একটি মন্ডপ পরিদর্শনে জেলা আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দিন আহম্মেদ মোল্লা সাধারণ মানুষের উদ্দেশ্যে বলেন, বর্তমান সময়ে যুব সমাজ মাদক আসক্ত হয়ে সমাজ ব্যবস্থার অবনতি করছে। আনন্দ হারিয়ে গেছে ১৯৭৫ এ বঙ্গবন্ধুর হত্যার পর থেকে। আনন্দ করার পরিবেশ শেষ হয়ে গেছে। নতুন প্রজন্মের জন্য চিত্র বিনোদন, আনন্দ, খেলাধুলা ফিরিয়ে আনতে আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে জননেত্রী শেখ হাসিনাকে ভোটে জিতিয়ে প্রধানমন্ত্রী বানাতে হবে। আমরা এই শপথ নেই।
এ সময় তিনি আরও বলেন, ধর্ম যার যার উৎসব আমাদের সবার, আমরা আপনাদের সাথে ছিলাম, আছি এবং ভবিষ্যতে থাকবো। শেখ হাসিনার নেতৃত্বের ১৫ বছর আওয়ামী লীগ ক্ষমতায় থাকায় পূজা উদযাপনে রাজৈর উপজেলায় এখন পর্যন্ত কোন ধরনের অপ্রিয়কর ঘটনা ঘটে নাই। আশা করছি, আগামীতেও ঘটবে ন।
জেলা আওয়ামী লীগ সভাপতি শাহাবুদ্দিন আহম্মেদ মোল্লা পূজা মন্ডপ পরিদর্শনকালে সফর সঙ্গী ছিলেন রাজৈর উপজেলা আওয়ামী লীগ সভাপতি সেকান্দার আলী শেখ, রাজৈর উপজেলার ভাইস চেয়ারম্যান শেখ ফজলুল হক বাবুল , রাজৈর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা মোস্তফা, রাজৈর পৌর মেয়র নাজমা রশীদ, উপজেলা আওয়ামী লীগ সাংগাঠনিক সম্পাদক নুরুল হক খান, ছালাম খন্দকার, জেলা যুবলীগের উপ দপ্তর সম্পাদক কাজী আনোয়ার হোসেনসহ উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা।
এই ওয়েবসাইটের সকল স্বত্ব madaripursomoy.com কর্তৃক সংরক্ষিত
Leave a Reply