মাদারীপুর প্রতিনিধি :
সেচ্ছাসেবী সংগঠন “অদম্য মাদারীপুর” এর আয়োজনে ও ইসলামিয়া লাইব্রেরীর সহযোগিতায়, মস্তফাপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কক্ষে বিজয়ীদের হাতে এ পুরস্কার তুলে দেওয়া হয়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মস্তফাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব বোরহান খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অদম্য মাদারীপুর সংগঠনের সভাপতি রাসেল সিকদার।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অদম্য মাদারীপুর সংগঠনের উপদেষ্টা নজরুল ইসলাম খান, স্বেচ্ছাসেবক কাজল আক্তার, মোঃ হযরত আলী, জাহিদুল ইসলাম ও শিক্ষার্থীরা।
‘সাধারন জ্ঞান ও বিজ্ঞান ভিত্তিক’ কুইজ প্রতিযোগিতায় ৯ম শ্রেণির মেয়েদের মধ্যে প্রথম স্থান অর্জন করেন ঐশিকা শাহা, ছেলেদের মধ্যে প্রথম স্থান অর্জন করেন ইনসাল ঢালী।
৮ম শ্রেণিতে প্রথম স্থান অর্জন করেন মেয়েদের মধ্যে জান্নাতুন নেছা তন্নি, ছেলেদের মধ্যে প্রথম স্থান অর্জন করেন নুর আমীন।
৮ম ও ৯ম শ্রেণির শিক্ষার্থীদের মাঝে কুইজ প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী ১৬ জনকে পুরস্কার দেওয়া হয়।
অতিথিরা বিজয়ী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট এবং শিক্ষাসামগ্রী তুলে দেন।এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা প্রতিযোগীতায় অংশগ্রহণকারীদের অভিনন্দন জানিয়ে আয়োজকদের ভূয়সী প্রশংসা করেন।
এই ওয়েবসাইটের সকল স্বত্ব madaripursomoy.com কর্তৃক সংরক্ষিত
Leave a Reply