শিবচর (মাদারীপুর) প্রতিনিধি :
শরীয়তপুর জেলার দক্ষিণ থানাধীন এলাকায় ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনায় মারা যাওয়া এক অজ্ঞাত নারীর লাশ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে মৃতদেহটি ফরিদপুরের আঞ্জুমান মফিদুল ইসলামের উদ্যোগে দাফন কাজ সম্পূর্ণ হয়েছে।
শিবচর হাইওয়ে থানা সূত্রে জানা যায়, গত শনিবার (১৪ অক্টোবর) ভোর ৬ টার দিকে পদ্মা সেতুর দক্ষিণ থানাধীন গফুর তস্তারকান্দি নামক স্থানে অজ্ঞাতনামা নারী বয়স অনুমান ৪৫ বছর ঘটনাস্থলেই মারা যায়। তথ্যপ্রযুক্তির সাহায্যেও তার পরিচয় এখন পর্যন্ত সনাক্ত করা সম্ভব হয়নি।
শিবচর হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মোঃ আব্দুল্লাহেল বাকী বলেন, এখন পর্যন্ত অজ্ঞাত লাশটির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। যদি মৃত ব্যক্তির কোন নিকট আত্মীয় বা পরিবারের কারো সন্ধান পাওয়া যায় এবং তার পরিচয় উদঘাটন করা সম্ভব হয় তাহলে শিবচর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ এর সাথে (+8801320-184308) যোগাযোগ করার জন্য অনুরোধ করা হইল।
শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শাকিল আহম্মেদ জানান, সকালে আনুমানিক ৪৫ বছর বয়সী ওই নারী সড়ক পার হওয়ার সময় ভাংগা হতে ঢাকামুখী একটি অজ্ঞাতনামা গাড়ি তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ধারণা করা হচ্ছে, রাস্তা পার হতে গিয়ে অজ্ঞাত গাড়ির চাপায় তার মৃত্যু হয়েছে। মরদেহ ময়নাতদন্ত শেষে মৃতদেহটি ফরিদপুরের আঞ্জুমান মফিদুল ইসলাম এর উদ্যোগে দাফন কাজ সম্পূর্ণ হয়েছে।
তিনি বলেন, এখনো পর্যন্ত তার কোনো নাম পরিচয় পাওয়া যায়নি। তার পরিচয় সনাক্তে হাইওয়ে থানা পুলিশ ও পিবিআই সদস্যরা কাজ করছেন।
এই ওয়েবসাইটের সকল স্বত্ব madaripursomoy.com কর্তৃক সংরক্ষিত
Leave a Reply