শিবচর (মাদারীপুর) প্রতিনিধি :
জাতীয় সংসদের চিফ হুইপ ও মাদারীপুর-১ (শিবচর) আসনের সংসদ সদস্য নূর-ই-আলম চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী চান সব ধর্মের মানুষ আনন্দের সঙ্গে ধর্ম পালন করুক।
শনিবার (২১ অক্টোবর) রাতে শিবচর সার্বজনীন রাধা গোবিন্দ জিউর মন্দিরে শারদীয়া দুর্গোৎসবের মহা সপ্তমীতে সনাতন ধর্মালম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে এ কথা বলেন তিনি।
এর আগে বিকেলে মাদরীপুরের শিবচরের নিলখী ইউনিয়নে ইলিয়াস চৌধুরী সেতুর ভিত্তিপ্রস্তুর স্থাপন করেন তিনি।
এ সময় স্থানীয়দের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে নূর-ই-আলম চৌধুরী বলেন, ‘যেই জিয়াউর রহমান বঙ্গবন্ধুকে হত্যা করেছিলো, সেই জিয়াউর রহমান যখন দেশের প্রেসিডেন্ট, ঠিক সেই সময় প্রধানন্ত্রী শেখ হাসিনা সাহস করে বাংলাদেশের মাটিতে এসেছিলেন। জনগণের পাশে দাঁড়িয়েছে। আর এখন ২১ আগস্ট গ্রেনেড হামলা-মামলায় সাজাপ্রাপ্ত আসামি তারেক জিয়া নিজের অসুস্থ মাকে (খালেদা জিয়া) দেখতে দেশে আসেন না। নিজের একমাত্র ভাই মারা যাওয়ার পর কবরটা পর্যন্ত দিতেও বাংলাদেশে আসেননি।’
তারেক রহমানকে তিনি বলেন, ‘যে নিজের পরিবারের বিপদে পাশে দাঁড়ায় না। সে জনগণের বিপদে পাশে থাকবে এ কথা দেশের মানুষ এখন আর বিশ্বাস করে না। তাই বিদেশে বসে যারা ষড়যন্ত্র করে তাদের হাত থেকে দেশেকে রক্ষা করতে হবে। আগামী নির্বাচনে ভোটে মাধ্যমে আবারও শেখ হাসিনাকে প্রধান মন্ত্রী করতে হবে।’
অনুষ্ঠানে এলজিইডির মাদারীপুরের নির্বাহী প্রকৌশলী মো আশরাফ আলীর খানের সভাপত্বিতে এসময় মাদারীপুর জেলা পরিষদের চেয়ারম্যান মুনির চৌধুরী, শিবচর উপজেলা চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা, শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাজিবুল ইসলাম, পৌর মেয়র আওলাদ হোসেন খান, শিবচর এলজিইডির উপজেলা প্রকৌশলী কে এম রেজাউল করিম, শিবচর থানার ওসি সুব্রত গোলদারসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন। একইদিন চিফ হুইপ শিরুয়াইল দুর্গা মন্দির, উমেদপুর রামরায়েরকান্দি দুর্গা মন্দিরের পূজারিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
এছাড়া, দত্তপাড়ায় জেলা পরিষদ আনিছউদ্দিন চৌধুরী ডাকবাংলোর উদ্বোধন, শিরুয়াইলে ইসলামিয়া আলীম মাদ্রাসার ভবন উদ্বোধন, নিলখীর চরকামারকান্দি উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন করেন চিফ হুইপ। নূর-ই-আলম চৌধুরী শারদীয় দুর্গোৎসবের মহা সপ্তমীর রাতে জনপ্রিয় কণ্ঠশিল্পী ইমরান মাহমুদের কনসার্ট উপভোগ করেন তিনি।
এই ওয়েবসাইটের সকল স্বত্ব madaripursomoy.com কর্তৃক সংরক্ষিত
Leave a Reply