রাজৈর (মাদারীপুর) প্রতিনিধিঃ
আমরা বিক্ষোভ ও মানববন্ধন করলেই ফিলিস্তিনের সাথে ইসরায়েলের যুদ্ধ থেমে যাবে না। শুধু মাত্র ফিলিস্তিনের মুসলিমদের পক্ষে নয় এবং ইসরায়েলের বিপক্ষে নয়, আমরা এখানে মানবতার পক্ষে দাড়িয়েছি। বিশ্বের কোন জায়গায় হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যেকোন ধর্মের মানুষ মানবিক বিপর্যয়ে পরে যদি জালিমের দ্বারা জুলুমের শিকার হয় তাহলে মুহাম্মদ রসুল্লাহর উম্মত হিসেবে আমরা তাদের পক্ষে দাড়াবো।
শুক্রবার বিকাল ৫ টায় ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাট বাসস্ট্যান্ডে ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি হামলা ও নির্মম হত্যাকান্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা টেকেরহাটের মেঝো পীর ড. আল্লামা কামরুল ইসলাম সাঈদ আনছারী একথা বলেন।
তিনি আরও বলেন, বর্তমানে আলেম ওলামারা মাইরের ভয়ে, চাকরি বাচানোর ভয়ে, ইমামতি বাচানোর ভয়ে হক কথা বলেন না। তেল মালিস করে বাগি ফোড়া কোনদিন দূর হয় না। আজকে প্রতিটি মুসলিম দেশ ফিলিস্তিনিতে পরিনত হয়েছে। আপনারা কথায় কথায় ফিলিস্তিনের মুসলমানদের উপর নির্যাতনের কথা বলেন, আমাদের দেশে আমরাওতো ফিলিস্তিনি মুসলমানদের মতো নির্যাতিত।
টেকেরহাটের মেঝো পীর বলেন, ভারতে নরেন্দ্র মোদী চক্রান্ত স্বরযন্ত্র করে বিভিন্ন ফন্দিতে মুসলিমানদের নাগরিকত্ব বাতিল ও নির্যাতন করছে। মামুনুল হক, রফিকুল ইসলাম মাদানি কারাগারে আছে। কিন্তু আলেমরা পিঠ বাচানোর জন্য এই নির্যাতিতদের পক্ষে কথা বলতে পারছে না।
এসময় আলহাজ্ব হযরত মাওলানা আবুল হাসান আনছারীর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, মুফতি মোস্তাফিজুর রহমান, মাওলানা লিয়াকত হোসেন, মাওলানা আলতাফ হোসেন ও মাওলানা সরোয়ার হোসেন প্রমুখ।
এই ওয়েবসাইটের সকল স্বত্ব madaripursomoy.com কর্তৃক সংরক্ষিত
Leave a Reply