মাদারীপুর জেলা প্রতিনিধিঃ
ইসরাইলের বিরুদ্ধে মুক্তিকামী ফিলিস্তিনিদের প্রতিবাদ ও সংগ্রামের সঙ্গে একাত্মতা জানিয়ে মাদারীপুর সম্মিলিত ওলামা পরিষদের উদ্যোগে শনিবার বিকেলে শহরের ইটেরপুলে এক সংহতি সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা সম্মিলিত ওলামা পরিষদের প্রধান উপদেষ্টা ও হাজরাপুর দরপার শরীফের পীর সাহেব আলহাজ্ব আবু বকর সিদ্দীক।
এছাড়াও বক্তব্য রাখেন, জেলা ওলামা পরিষদের সভাপতি আলহাজ্ব মাওলানা শাহাদাৎ হোসাইন, মাদারীপুর পৌরসভার মেয়র মো. খালিদ হোসেন ইয়াদ, পীরজাদা আলহাজ্ব মাওলানা মুফতী মোঃ মহিউদ্দীন তাজীম, সাবেক নৌপরিবহন মন্ত্রী ও মাদারীপুর-২ আসনের সংসদ সদস্যের সুযোগ্য পুত্র মোঃ আসিবুর রহমান খান, ওলামা পরিষদের উপদেষ্টা আলহাজ্ব মো. শহিদুল ইসলাম সবুজ বেপারী, উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আঃ রব খান প্রমুখ। সমাবেশ শেষে এক বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এই ওয়েবসাইটের সকল স্বত্ব madaripursomoy.com কর্তৃক সংরক্ষিত
Leave a Reply