কাজী নাফিস ফুয়াদ, মাদারীপুর প্রতিনিধিঃ
মাদারীপুরের ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ হাসানুজ্জামান এর বদলি জনিত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে ডাসার থানার চত্বরে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা চেয়ারম্যান মীর গোলাম ফারুক, কালকিনি সাবেক পৌরমেয়র আবুল কালাম আজাদ, মাদারীপুর জেলা পরিষদের সদস্য মীর মামুন অর-রশিদ, কালকিনি পৌরসভার সাবেক মেয়র এনায়েত হোসেন হাওলাদার,ডাসার উপজেলা আ. লীগের যুগ্ম আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম হাওলাদার, শশিকর মহাবিদ্যালয়ের অধ্যক্ষ দূর্লভ আনন্দ বাড়ৈ, কাজীবাকাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নুর মোহাম্মদ হাওলাদার, গোপালপুর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান মোঃ ফরহাদ মাতুব্বর, নবগ্রাম ইউনিয়নের ইউপি চেয়ারম্যান বাবু দুলাল তালুকদার, সহ বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন মসজিদের ইমাম, সুশীল সমাজের নেতৃবৃন্দ, সাবেক ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্য, বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় সাংবাদিক বৃন্দ সহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজন উপস্থিত ছিলেন।
তারা বলেন (ওসি) মোঃ হাসানুজ্জামান হাসান থানার দায়িত্ব নেয়ার পর থেকেই পাল্টে ফেলেন ডাসার থানার পরিবেশ। যোগদানের পর থেকেই তার কর্মদক্ষতা জায়গা করে নেয় সাধারণ মানুষের হৃদয়ে। থানাকে শতভাগ দালালমুক্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। মাদকসহ বিভিন্ন অপরাধ দমনে কঠোর অবস্থানে ছিলেন ।
বদলি জনিত বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠানে ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ হাসানুজ্জামান বলেন, ডাসারের মানুষের ভালবাসায় আমি সিক্ত। আমি এখানে প্রায় তিন বছর কর্মরত ছিলাম। কর্মকালীন সময়ে সরকারি দায়িত্ব পালন করতে গিয়ে কারো মনে যদি কোন কষ্ট দিয়ে থাকি তবে নিজ গুনে ক্ষমা সুন্দর দৃষ্টিতে নিবেন বলে আশা রাখি। এসময়টা আপনারা আমাকে আমার দায়িত্ব ও কর্তব্যে পালনে যে সহযোগিতা করেছেন তা সারাজীবন মনে থাকবে। ডাসার থানা এবং আপনাদের উদ্যোগে আয়োজিত আমার বদলি জনিত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানটিও আমার সারাজীবন মনে থাকবে। আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আমাদের সকলকে ভাল রাখেন।
এই ওয়েবসাইটের সকল স্বত্ব madaripursomoy.com কর্তৃক সংরক্ষিত
Leave a Reply