মাদারীপুরসময় ডটকম ডেক্স :
সৃজনশীল সাংবাদিকতায় প্রতিটি সাংবাদিক-ই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তেমনি একজন সময়ের সাহসী সাংবাদিক রফিকুল ইসলাম।
বর্তনানে রফিকুল ইসলাম জাতীয় দৈনিক খবরের কাগজ প্রত্রিকা ও বাংলা ট্রিবিউনে মাদারীপুর জেলা প্রতিনিধি এবং দেশ রুপান্তর পত্রিকার শিবচর উপজেলা প্রতিনিধি ও শিবচর উপজেলা রিপোর্টার্স ইউনিটির আহবায়ক হিসাবে কাজ করে যাচ্ছেন। আজ তার জন্মদিন।
যেখানে অন্যায় অত্যাচার, অপরাধ, দুর্নীতি, দুঃশাসন সেখানেই নির্ভীক, সাহসী, এক সাংবাদিকের পদচারণা। যে কোন মূল্যেই তিনি তুলে নিয়ে আসবেন ঘটনার অন্তরালের মূল রহস্য। অপরাধ ও অপরাধী যত গভীরেই থাকুক না কেন সেখান থেকেই তিনি তার চতুরতা ও একনিষ্ঠ কর্মদক্ষতা দিয়ে টেনে বের করেন লুকানো সেইসব অপরাধীদের। তাদের মন্দ কাজের সকল আমলনামা। তুলে ধরেন দেশ ও জাতীর সম্মুখে। যিনি সত্যের সন্ধানে নির্ভীক সাংবাদিক, জীবনে সুখ, বিলাস, লোভ, মোহ ও ত্যাগের প্রতীক। সহজ সরল জীবন কিন্তু অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদি। অপরাধ মুক্ত সমাজ প্রতিষ্ঠার অপ্রতিদ্বন্দ্বী। অন্যায়ের সাথে কখনোই আপোষ করেন না যিনি তিনি আর কেউ নয়, তিনি এ সময়ের প্রিয় প্রতিবাদী ও সাহসী সাংবাদিক মাদারীপুর জেলার প্রিয় মুখ রফিকুল ইসলাম।
আজকের আকাশে অনেক তারা, দিন ছিল সূর্যে ভরা। আজকের জোসনাটা আরও সুন্দর, সন্ধ্যাটা আগুন লাগা। আজকের পৃথিবী তোমার জন্য, ভরে থাকা ভাল লাগা। মুখরিত হবে দিন গানে গানে, আগামীর সম্ভাবনা। আপনি এই দিনে পৃথিবীতে এসেছন তাই শুভেচ্ছা আপনাকে, তাই অনাগত খন হোক আরও সুন্দর উজ্জ্বল দিন কামনায়। আজকের এই দিনে এক শুভ ক্ষণে ২০ই অক্টোবর মাদারিপুরের শিবচরে তার জন্ম, এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে মায়ের কোল জুড়ে ভূমিষ্ঠ হয় এক নবজাতক শিশু। আর সেই নবজাতক শিশুটি আজকের জাতীয় দৈনিক খবরের কাগজ পত্রিকা ও বাংলা ট্রিবিউনে মাদারীপুর জেলা প্রতিনিধি এবং দেশ রুপান্তর পত্রিকার শিবচর উপজেলা প্রতিনিধি ও শিবচর উপজেলা রিপোর্টার্স ইউনিটির আহবায়ক হিসাবে কাজ করে যাওয়া রফিকুল ইসলাম। এ সময়ের সাংবাদিকতায় মাদারীপুরের কয়েকজন ঈর্ষান্বিত সাংবাদিকদের মধ্যে রফিকুল ইসলাম নামটি বেশ পরিচিত ও অন্যতম।
রফিকুল ইসলাম ছাত্রজীবন থেকেই বিভিন্ন পত্রিকায় লেখা লেখির সাথে সম্পৃক্ত ছিলেন। সাংবাদিকতার মত মহান পেশা ছেড়ে অন্য কিছুই ভাবতে চান না তিনি। রফিকুল ইসলাম নম্র, ভদ্র, বাচন ভঙ্গি, শুদ্ধ উচ্চারণ, উত্তম চারিত্রিক গুণাবলী, প্রাণবন্ত ও ব্যক্তিত্ব সম্পন্ন একজন মানুষ। তাঁর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল তার সৃজনশীলতা। প্রকাশভঙ্গী, নম্র ও কোমল আচরণের জন্য তিনি সকলের কাছে সমান সমাদৃত। সবসময় ইতিবাচক মানসিকতা পোষণ করেন এই সাংবাদিক। অল্প বয়সে এতো সাফল্যের পেছনের সূত্র মনে করেন ‘ইতিবাচক থাকা’কে। দেশকে নিয়ে প্রচন্ড আশাবাদী তিনি। সমৃদ্ধ এবং উন্নত এক দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেন রফিকুল ইসলাম।
মাদারীপুরসময় ডটকমের নির্বাহী সম্পাদক রকিবুজ্জামান রফিকুল ইসলামকে জন্মদিনের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেন, রফিকুল ইসলাম একজন সত্যের সন্ধানে নির্ভীক সাংবাদিক, জীবনে সুখ, বিলাস, লোভ, মোহ ও ত্যাগের প্রতীক। সহজ সরল জীবন কিন্তু অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদি। অপরাধ মুক্ত সমাজ প্রতিষ্ঠার অপ্রতিদ্বন্দ্বী। অন্যায়ের সাথে কখনোই আপোষ করেন না যিনি, তিনি আর কেউ নয়, তিনি এ সময়ের প্রিয় প্রতিবাদী ও সাহসী সাংবাদিক সকলের প্রিয় মুখ রফিকুল ইসলাম। আমি তার দীর্ঘায়ু কামনা করছি এবং জন্মদিনের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে তার মঙ্গল কামনা করছি।
এই ওয়েবসাইটের সকল স্বত্ব madaripursomoy.com কর্তৃক সংরক্ষিত
Leave a Reply