মিরু হাসান, স্টাফ রিপোর্টার :
বগুড়ার আদমদীঘিতে সাংবাদিক মুনছুর আলীর ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে।
গতকাল বুধবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার সান্তাহার পৌর শহরের বাঁশহাটি এলাকায় পাঁচ-ছয়জন দুর্বৃত্ত তাঁর ওপর অতর্কিত হামলা চালিয়ে দেশীয় অস্ত্র (চাপাতি) দিয়ে শরীরের বিভিন্ন স্থানে জখম করে গুরুতর আহত করে।
মনছুর আলী সান্তাহার পৌরসভার উপর পোঁওতা গ্রামের বাসিন্দা। তিনি প্রায় দুই দশক ধরে দৈনিক ইনকিলাব পত্রিকার আদমদীঘি উপজেলা সংবাদদাতা হিসেবে কর্মরত এবং সান্তাহার পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক।
আহত মুনছুর আলীর সহকর্মী সাগর খান জানান, রাতে সান্তাহার নতুন বাজার থেকে পশুখাদ্য কিনে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে বাঁশহাটি এলাকায় পৌঁছলে পিছন থেকে দুটি মোটরসাইকেলে ছয়জনের মতো দুর্বৃত্ত হঠাৎ তাঁর সামনে এসে পথরোধ করে এলাপাতারিভাবে চাপাতি দিয়ে দুই হাতসহ শরীরের বিভিন্ন জায়গায় কুপিয়ে জখম করে। তার চিৎকার শুনে স্থানিয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তার শরীরে ১৬টি শেলাই দেওয়া হয়েছে। তবে কী কারণে এবং কারা তার উপর হামলা করেছে তা তিনি বলতে পারেননি।
সান্তাহার পুলিশ ফাঁড়ির পরিদর্শক আলমাস আলী সরকার বলেন, দুর্বৃত্তদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে। তবে এঘটনায় বৃহস্পতিবার দুপুর পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেননি।
এই ওয়েবসাইটের সকল স্বত্ব madaripursomoy.com কর্তৃক সংরক্ষিত
Leave a Reply