শিবচর (মাদারীপুর) প্রতিনিধি :
জাতীয় সংসদের চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী বলেছেন, কেয়ারটেকার সিস্টেম বিএনপি নষ্ট করেছে। নষ্ট করে নির্বাচন এনে প্রভাবিত করার চেষ্টা করেছে। এখন আর সেই পুরোনো স্বপ্ন দেখে লাভ নেই। এদেশে যদি নির্বাচন করতে হয় সংবিধানের আলোকে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী রেখেই নির্বাচন করতে হবে।
শেখ হাসিনা আছে বলেই আমরা নিরাপদ আছি। আজকে বাংলাদেশে নয়, পৃথিবীর অনেক স্থানেই শেখ হাসিনার সমকক্ষ নেতৃত্ব নেই।
রবিবার (১৫ অক্টোবর) বিকেলে মাদারীপুরের শিবচরে সরকারি বরহামগঞ্জ কলেজের নবনির্মিত বিজ্ঞান ভবনের উদ্বোধন শেষে কলেজ ক্যাম্পাসে ছাত্রলীগের আয়োজনে ছাত্র সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে চীফ হুইপ এসব কথা বলেন।
এদিন চীফ হুইপ শিবচরের শেখ ফজিলাতুন্নেছা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়র ভবনের নতুন ঊর্ধ্বমুখী সম্প্রসারিত অংশের উদ্বোধন করেন, নূর-ই-আলম চৌধুরী অডিটোরিয়ামে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক আয়োজিত ২০২৩-২৪ অর্থবছরে রবি মৌসুমের কৃষি প্রণোদনা কর্মসূচি উদ্বোধন ও আলোচনা সভায় অংশগ্রহণ করেন ও বীর মুক্তিযোদ্ধা আ. লতিফ মোল্লা নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের উদ্বোধন করেন।
এ সময় মাদারীপুর জেলা পরিষদ চেয়ারম্যান মুনির চৌধুরী, শিবচর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আ. লতিফ মোল্লা, পৌরসভার মেয়র মো. আওলাদ হোসেন খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাজিবুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাজাহান মোল্লা, সাধারণ সম্পাদক ডা. মো. সেলিম, ওসি সুব্রত গোলদার, পৌরসভা আওয়ামী লীগ সভাপতি তোফাজ্জেল হোসেন খান, উপজেলা যুবলীগ সভাপতি ইলিয়াস হোসেন পাশা, সাধারণ সম্পাদক খায়রুজ্জামান খান, উপজেলা ছাত্রলীগ সভাপতি রাজিব ঢালী, সাধারণ সম্পাদক আসিফ হোসেন মাদবর প্রমুখ উপস্থিত ছিলেন।
ছাত্র সমাবেশে চীফ হুইপ আরো বলেন, আজকে পৃথিবীতে যুদ্ধ চলছে। একদিকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ চলছে। আরেকদিকে ইসরাইলে যুদ্ধ শুরু হয়েছে।
এই যুদ্ধের কারণে দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে। আমাদের সবারই কষ্ট হচ্ছে। ইতিমধ্যেই যে ভয়াবহ করোনা গেছে তখন যদি প্রধানমন্ত্রী হাল না ধরতো, এই সময়ে যদি শেখ হাসিনা প্রধানমন্ত্রী না থাকতো তবে লাখ লাখ মানুষ করোনায় মৃত্যুবরণ করতো। করোনার সময় প্রধানমন্ত্রী আমাদেরকে বিনামূল্যে ভ্যাকসিন দিয়েছেন। যা পৃথিবীর উন্নত দেশেও দিতে পারেনি।
আজকে এই যুদ্ধের সময়ে শেখ হাসিনার কোনো বিকল্প নেই। আমাদের আগামী প্রজন্মের ভবিষ্যতের জন্য দরকার, শেখ হাসিনা সরকার।
এই ওয়েবসাইটের সকল স্বত্ব madaripursomoy.com কর্তৃক সংরক্ষিত
Leave a Reply