শিবচর (মাদারীপুর) প্রতিনিধি:
মাদারীপুরের শিবচরে ২০২৩-২০২৪ অর্থবছরে রবি মৌসুমে ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ৮৭৩০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়।
রবিবার (১৫ অক্টোবর) দুপুর ১২ টার দিকে শিবচর উপজেলা পরিষদ চত্বরে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পর স্থানীয় নুর ই আলম চৌধুরী অডিটোরিয়ামে এক মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শিবচর উপজেলা পরিষদ চেয়ারম্যার বীর মুক্তিযোদ্ধা আবদুল লতিফ মোল্লার সভাপতিত্ব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শুভ উদ্বোধন করেন মাননীয় চিফ হুইপ জনাব নূর- ই-আলম চৌধুরী এমপি।
অনুষ্ঠানে আরো উপস্থিত আছেন জেলা পরিষদ চেয়ারম্যান মুনীর চৌধুরী , শিবচর পৌরসভার মেয়র আওলাদ হোসেন খান , শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাজিবুল ইসলাম ,উপজেলা কৃষি কৃষি কর্মকর্তা মো: রফিকুল ইসলাম, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আতাউর রহমান আতাহার,মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা আক্তার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাজাহান মোল্লা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডা: মো: সেলিম,শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সুব্রত গোলদারসহ, আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
এই ওয়েবসাইটের সকল স্বত্ব madaripursomoy.com কর্তৃক সংরক্ষিত
Leave a Reply