মাদারীপুর জেলা প্রতিনিধি :
মাদারীপুরে লোয়ার কুমার নদে ড্রেজার মেশিন বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে পরিবহনের দায়ে ৭ জনকে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (১৪ অক্টোবর) বিকেলে সদর উপজেলার শিরখাড়া ইউনিয়নের শ্রীনদী এলাকায় লোয়ার কুমার নদে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাইনউদ্দিন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- পিরোজপুর জেলার রাজাবাজার এলাকার দুলাল মাঝির ছেলে মহসিন মাঝি (৩৫), মোস্তফা হাওলাদারের ছেলে ফরিদ হাওলাদার (৩৭), মোস্তফা কামালের ছেলে নাসির (৩০), ইয়াকুব আলী হাওলাদারের ছেলে জাহারুন (২৫), আইয়ুব আলীর ছেলে ওবায়দুল (৩৪), আব্দুল মান্নানের ছেলে জলিল (৩০) ও বরিশাল জেলার উদয়কাঠী এলাকার আজিজ হাওলাদারের ছেলে রাসেল হাওলাদার (২৮)।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, উপজেলার শিরখাড়া ইউনিয়নের শ্রীনদী এলাকায় লোয়ার কুমার নদের বিভিন্ন স্থান হতে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল একটি চক্র। এমন সংবাদের ভিত্তিতে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা প্রশাসনের একটি দল। এসময় নদী থেকে অবৈধভাবে উত্তোলিত বালু পরিবহনরত অবস্থায় ৭টি বাল্কহেডসহ ৭ জনকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা অবৈভাবে বালু উত্তোলনের সঙ্গে জড়িত থাকার অপরাধ স্বীকার করায় তাদেরকে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এছাড়াও আটক বাল্কহেড থেকে ৪৪ হাজার ঘনফুট বালু জব্দ করে রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করার পাশাপাশি বাল্কহেডগুলোর মালিকদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরসহ আটক বাল্কহেডগুলোর বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য কলাতলী নৌ পুলিশ ফাঁড়ির হেফাজতে দেওয়া হয়।
এ বিষয়ে জানতে চাইলে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. মাইনউদ্দিন বলেন, মাদারীপুর সদর উপজেলার লোয়ার কুমার নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে পরিবহন করছিলো একটি চক্র। এমন সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে ঘটনায় জড়িত থাকায় ৭ জনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া ৭টি বাল্কহেড থেকে ৪৪ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়, যার আনুমানিক মূল্য ২ লাখ ২০ হাজার টাকা।
তিনি আরও বলেন, অবৈধ বালু ও মাটি উত্তোলনের ব্যাপারে প্রশাসন কঠোর অবস্থান আছে। আমাদের এ অভিযান সব সময় অব্যাহত রাখা হবে।
এই ওয়েবসাইটের সকল স্বত্ব madaripursomoy.com কর্তৃক সংরক্ষিত
Leave a Reply