ডাসার (মাদারীপুর) প্রতিনিধি :
মাদারীপুরের ডাসার উপজেলায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শুক্রবার (১৩ অক্টোবর ) সকালে প্রকল্প অফিস কার্যালয়ের সামনে থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ আফরোজ। এ ছাড়াও উপস্থিত ছিলেন ডাসার উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. হাফিজুর রহমান, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা সৈয়দ আহসানুর রহমান প্রমুখ।
এ সময় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতার ফলাফলের ভিত্তিতে উপজেলা শিল্পকলা একাডেমির ছাত্রী দুর্জয় বাড়ৈকে প্রথম পুরস্কার, ডি.কে.সৈয়দ আতাহার আলী একাডেমির ছাত্রী শ্রেয়া বৈদ্য দিঘীকে দ্বিতীয় পুরস্কার ও উপজেলা শিল্পকলা একাডেমির পারমিতা করকে তৃতীয় পুরস্কার তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ আফরোজ ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. হাফিজুর রহমান।
এই ওয়েবসাইটের সকল স্বত্ব madaripursomoy.com কর্তৃক সংরক্ষিত
Leave a Reply